Top

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ইবিতে নানা আয়োজন

১০ জানুয়ারি, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ইবিতে নানা আয়োজন
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১০ জানুয়ারি) বর্ণাঢ্য র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও দোয়া-মুনাজাতের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে প্রশাসন। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল চত্বরে গিয়ে শেষ হয়। এরপর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিবদ্যালয় প্রশাসন। পরে একে একে বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ও অন্যান্যরা।

আলোচনা সভায় অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, দীর্ঘ সাড়ে নয়মাস বঙ্গবন্ধু তাঁর শেষ জেলজীবন কাটিয়ে ১৯৭২ সালের ৮ জানুয়ারী পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করেন। এরপর তিনি বিশ্বের শোষিত মানবতার নেতা হিসেবে মুক্ত পৃথিবীর মাঝে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পা রাখেন। এরপর নানা ঘটনা-পরিঘটনার পর ১০ জানুয়ারী তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। ব্যক্তিত্বে বঙ্গবন্ধু ছিলেন হিমালয়সম একজন মানুষ। তাঁর সম্মোহনী ও জাদুকরী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে উদ্ভূত হয়।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দর্শন ও চিন্তা চেতনা বাস্তবায়ন করে চলেছেন। বঙ্গন্ধুর দর্শন নিয়ে আমাদেরকেও এগিয়ে যেতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, মাত্র সাড়ে ৩ বছরের শাসনামলে বঙ্গবন্ধু দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে কাজ করেছেন, এমনকি আমাদের একটি সংবিধানও দিয়েছেন। আসুন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে বঙ্গবন্ধুর সকল স্বপ্ন বাস্তবায়নে কাজ করি।

 

শেয়ার