Top

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল, থাকছে না ঘ ইউনিট

১২ জানুয়ারি, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ
ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল, থাকছে না ঘ ইউনিট
নিজস্ব প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হওয়ার সুপারিশ করা হয়েছে। পরিবর্তিত নিয়ম অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় সম্মলিত ‘ঘ’ ইউনিট থাকছে না। ফলে চার ইউনিটের আওতায় আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভা থেকে এসব তথ্য জানা যায়।

ভর্তি কমিটির সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে এবারের ভর্তি যুদ্ধ শুরু হবে। এছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট, ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ২৯ মে থেকে শুরুর একটা সুপারিশ করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি একাডেমিক ভর্তি পরীক্ষার সভায় এটি চূড়ান্ত করা হবে।

অতীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিলেও এবার ভর্তি হবে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে। আন্তর্জাতিকভাবে মিল রেখে নিয়মের এমন পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। তাছাড়া এবার থেকে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা না থাকায় বিভাগ পরিবর্তেনর জন্য শিক্ষার্থীরা প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। অতীতে মানবিক এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে না পারলেও এবার থেকে নির্দিষ্ট কিছু বিভাগে সেই সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

সম্প্রতি ঢাবির জনসংযোগ অধিদফতর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাখা বা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা কলা অনুষদ, আইন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিষয় এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মানবিক শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদভুক্ত গণিত ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য ‘বিজ্ঞান ইউনিট’এর ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং গণিত বা পরিসংখ্যান বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। মানবিক ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিষয়ে ভর্তির জন্য ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং অর্থনীতি বা গণিত বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন।

বিপি/আজাদ

শেয়ার