গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) অতিরিক্ত সেমিস্টার ফি আদায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ফি কমানো না হলে শিক্ষার্থীরা পরীক্ষা দিবেনা বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, দেশের প্রথম শ্রেণীর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেমিস্টার ফি এক থেকে দুই হাজার টাকার মধ্যে রাখা হয় সে জায়গায় বশেমুরবিপ্রবি অনেক বেশি। একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এমন আকাশচুম্বী সেমিস্টার ফি কখনোই কাম্য নয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহেল রানা বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি ৪ হাজার থেকে ৫ হাজার টাকা ধার্য করার বিষয়টি অবান্তর মনে হয়। একজন শিক্ষার্থীকে গোপালগঞ্জের মতো ব্যয়বহুল শহরে মেসের টাকা ম্যানেজ করতে হিমসিম খেতে হয়। টিউশনি খুঁজে পাওয়াটাও একপ্রকার সোনার হরিণ খুঁজে পাওয়ার মতোই দুর্বোধ্য বিষয়। তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে একজন শিক্ষার্থীর পক্ষে প্রতি সেমিস্টারে ৪-৫ হাজার টাকা বহন করা প্রায় অসম্ভব বিষয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমার আকুল আবেদন- আমরা এমন সেমিস্টার ফি থেকে মুক্তি চাই। আমরা সোনার চামচ মুখে নিয়ে জন্মাই নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত হবে শিক্ষার্থীদের এই মানসিক চাপ থেকে মুক্তি দেওয়া।
সেমিস্টার ফি সম্পর্কিত বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মাহাবুদ শেখ বলেন, একজন শিক্ষার্থীর কাছে প্রতি সেমিস্টারে ৫-৭হাজার টাকা বহন করা চারটিখানি কথা না৷ কারণ বর্তমানে একজন শিক্ষার্থীর মেসের যাবতীয় খরচ মিলে ৬ হাজার টাকার উপরে চলে যায়। সে জায়গায় নতুন করে সেমিস্টার ফি যদি ৫-৭হাজার টাকা দিতে হয় তাহলে সে শিক্ষার্থীর পক্ষে সেটা কখনোই সম্ভব হবেনা। কারণ একজন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে এক সন্তানের পেছনে মাসে এত টাকা বহন করা কখনোই সম্ভব না। তিনি বলেন, আমরা ইতিপূর্বে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদের দাবিগুলো নিয়ে ইউজিসির সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন। কিন্তু তখন তাদের সমাধান শোনে বাধ্য হয়ে সেটি মেনে নেওয়া ব্যতিত অন্যকোনো উপায় আমাদের ছিল না। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি এত টাকা হওয়া কখনোই যুক্তিযুক্ত না। আমরা শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা চাই।
তথ্যানুসন্ধানে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে প্রতি সেমিস্টার ফি বছরের শুরুতে প্রথম ও দ্বিতীয় উভয় সেমিস্টারের জন্য চার হাজার থেকে পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়৷ এবং প্রতি সেমিস্টারে শুধুমাত্র পরীক্ষায় রেজিষ্ট্রেশন ফি ২৫০-৩০০টাকা জমা দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা হলে উপস্থিত হতে পারেন বলে জানা যায়।
এদিকে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, প্রতি সেমিস্টার ফি বাবদ গড়ে ২ হাজার থেকে সর্বোচ্চ ২হাজার ৫০০টাকা ধরা হয়৷ এর মধ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টার ফি বাবদ ২হাজার থেকে ২৫০০ টাকা করে নেওয়া হয়। এবং পরীক্ষার কেন্দ্র ফি সহ যাবতীয় খরচ মিলে মাত্র ৫০০টাকা প্রদান করে। অন্যদিকে দেশের অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিষ্টার ফি বাবদ ২ হাজার ৫০০টাকা থেকে ৩হাজার টাকা নেওয়া হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টার ফি বাবদ তারা সর্বোচ্চ ২হাজার ৫০০টাকা প্রদান করে থাকে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টার ফি বাবদ ৩হাজার টাকা প্রদান করেছে বলে জানা যায়। এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টার ফি দুই হাজার থেকে ২৫০০টাকার মধ্যে ধরা হয় বলে জানা যায়।
এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা শরাফত আলী বলেন, দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় ইউজিসি-এর নিয়মানুযায়ী চলে৷ ইউজিসি থেকে প্রতি বছর বিশ্ববিদ্যালয় গুলোর জন্য নির্দিষ্ট পরিমান বাজেট দেওয়া হয়। এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খরচ ইউজিসির বাজেট সহ শিক্ষার্থীদের থেকে ভর্তি ফি এবং সেমিস্টার ফি নিয়ে চলে। তিনি বলেন, সেমিস্টার ফি নিয়ে এর আগে সাধারন শিক্ষার্থী সহ ছাত্রলীগ কর্মীদের সাথে আমরা কথা বলেছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোর সাথে সামঞ্জস্য রেখে আমরা সেমিস্টার ফি ধরেছি। এবং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতেও প্রায় সম-পরিমান ফি নেওয়া হয়।
সেমিস্টার ফি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড এ কিউ এম মাহবুব বলেন, প্রতি বছর দুই বার শিক্ষার্থীদেরকে আমরা ছাত্র কল্যাণের মাধ্যমে সহযোগিতা প্রদান করি। এবছরও ফেব্রুয়ারি মাসে সহযোগিতা করা হতে পারে। তিনি বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর সেমিস্টার ফি বাড়ানো হয় কিন্তু আমরা সে তুলনায় কমিয়েছি, আমরা আর কত কমাবো, আমাদেরতো একটা লিমিটেশন আছে, ছাত্রদের এবিষয়গুলো বুঝতে হবে। আমরা আর কোনো টাকা কমাতে পারবোনা। তবে যেসকল শিক্ষার্থী দরিদ্র তাদেরকে আমরা সহযোগিতা করব বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২০২১এর ২৬অক্টোবর রাতে পরীক্ষা ফি, ভর্তি ফি, কেন্দ্র ফি কমানোর জন্য শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করে। টানা তৃতীয় দিনের আন্দোলনের মুখে ২৯অক্টোবর বিকেল ৩টায় উপাচার্য সাধারন শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত আলোচনায় বসেন। আন্দোলনে বেতন ৬০০টাকা করার কথা থাকলেও সেটি ১০০০টাকা করা যায়৷ যেটি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক বেশি।