গোপালগঞ্জ জেলায় আঁকাবাঁকা মধুমতি নদীর তীর ঘেঁষে গড়ে উঠা বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।
আয়তনে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একটু ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্যের নান্দনিক বাহারে যেন কোনো কমতি নেই এখানে। রয়েছে দেশ বিদেশ থেকে আগত বাহারি জাতের কাষ্ঠবৃক্ষ, ফলজ বৃক্ষ এবং গুল্ম বৃক্ষ। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের বহিরাবরনে ঘেরা হলুদ বাঁশ ঝাড়, যেটি দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখা পাওয়া দুষ্কর। এখানে রয়েছে নান্দনিক সৌন্দর্যে ঘেরা নানা জাতের ফুলের বৃক্ষ, যেগুলো জাতির পিতার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়কে আরো নান্দনিক সৌন্দর্যে ফুটিয়ে তুলে।
২০০১ সালের ৮ জুলাই মহান জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। তবে নানামুখী রাজনৈতিক বাধার কারণে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম কিছু কালের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০১০ সালের ২০ জানুয়ারি “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” এর আইন বাস্তবায়নের জন্য সরকার এসআরও জারি করে। অবশেষে ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয় এর একাডেমিক কার্যক্রম শুরু হয়।
প্রতীকের চারপাশের বর্গাকার সবুজ বেষ্টনী-আবহমান বাংলার সবুজ প্রান্তর ও প্রাকৃতিক ঐতিহ্যের অর্থ বহন করে। আর মধ্যের গোলাকার বৃত্তটি বিশ্বের প্রতীক। এর মধ্যে উন্মুক্ত গ্রন্থটি জ্ঞানের আধার। আর গোলাকার বৃত্তের কেন্দ্রে থাকা দীপশিখা- জ্ঞানের চিরায়ত বিচ্ছুরণ, যেটি সূর্য অর্থেও প্রাণ ও শক্তির আধার হিসেবে বোঝানো হয়েছে। উন্মুক্ত গ্রন্থটির ঠিক নিচে থাকা পাল ও সবুজের পরস্পর বেষ্টিত হেলিক্স জীবের সামগ্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
প্রায় ৫৫ একর জমিতে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। শুরুতে বিলের মাঝে বালু ভরাট করে ধূ ধূ মরুভূমির উপর অবকাঠামোগুলো নির্মাণ শুরু হয়। তখন ছিলোনা বড় ধরনের কোনো বৃক্ষাদি, ছিলোনা বাহারি জাতের ফুল বা ফলজ বৃক্ষ। কিন্তু আজ বিশ্ববিদ্যালয় তার রূপের পরিবর্তন ঘটিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের জন্য ২০০৯ সালের ২৪ নভেম্বর একনেকে ৯১ কোটি টাকার একটি প্রকল্প পাশ হয়। অবকাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত ছিলো একাডেমিক ভবন, তিনটি ছাত্র হল, দুইটি ছাত্রী হল, প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, ক্যাফেটেরিয়া ভবন, মসজিদ, মন্দির, ভিসির বাসভবন (বাংলো), শিক্ষক-কর্মকর্তাদের জন্য দুইটি ডরমিটরি, কর্মচারীদের কোয়ার্টার, পানি শোধনাগার, সীমানা প্রাচীর ইত্যাদি। শিক্ষা প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে এসব অবকাঠামোর নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও তখন পর্যন্ত মন্দির নির্মাণের কাজ শেষ করা হয়নি।
প্রথম পর্যায়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে চারটি অনুষদ; প্রকৌশল, বিজ্ঞান, ব্যবসা অধ্যয়ন এবং মানবিক অনুষদে পাঁচটি বিভাগ; যথাক্রমে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক্স, গণিত, ব্যবস্থাপনা এবং ইংরেজি বিভাগ খোলা হয় এবং প্রতি বিভাগে ৩২ জন করে মোট ১৬০ জন ছাত্র-ছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে আরও নতুন ২টি অনুষদ (জীব বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান) ও ৬টি বিভাগ চালু হয়। বিভাগগুলো হলো- ফার্মেসি, তড়িৎ এবং ইলেকট্রনিক প্রকৌশল, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল, পরিসংখ্যান, অর্থনীতি ও সমাজ বিজ্ঞান। এবং তৎকালে প্রায় অধিকাংশ বিভাগে মাস্টার্স চালু করা হয়েছে। যাতে করে শিক্ষার্থীরা বাহিরের বিশ্ববিদ্যালয় গুলোতে গিয়ে মাস্টার্স করা না লাগে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২০০এর অধিক শিক্ষক পাঠদান করাচ্ছেন এবং ১২০০০ এর অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।
ক্লাসরুমের তুলনায় অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি হওয়ার কারনে একটা সময় এখানে ক্লাসরুমের সংকট দেখা দিয়েছিলো। কিন্তু বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহনের পর ক্লাসরুম জনিত সমস্যাটি সমাধান হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়টিতে আবাসিক হলের কথা বিবেচনা করলে শিক্ষার্থীদের তুলনায় তা অতি নগন্য। বর্তমানে ছাত্রদের ৫০০ আসন বিশিষ্ট ০৩টি এবং ছাত্রীদের ২৫০ আসন বিশিষ্ট দুটি হলে ছাত্র-ছাত্রীদের আবাসনের ব্যবস্থা রয়েছে। হল পাঁচটির নাম যথাক্রমে ছেলেদের “স্বাধীনতা দিবস হল”, “বিজয় দিবস হল” ও “শেখ রাসেল হল” এবং মেয়েদের জন্য “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল”, ও “শেখ রেহানা হল”। তবে শিক্ষার্থীদের আবাসনের কথা চিন্তা করে নতুন কোনো হল নির্মান করা হবে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছেনা।
২০১১-১২শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য একাধিক বাজেট হলেও তা শুধু শিক্ষার্থীদের প্রত্যাশার মধ্যেই সীমাবদ্ধ ছিল। যদি উদাহরণ হিসেবে দেখানো হয় তাহলে দেখা যাবে ডিপিপিতে অন্তর্ভুক্ত অবকাঠামোর মধ্যে রয়েছে একাডেমিক ভবন-২, ছাত্র ও ছাত্রীদের ২টি হল, শিক্ষক-কর্মকর্তাদের আবাসিক ভবন, কর্মচারীদের কোয়ার্টার, বঙ্গবন্ধুর মুরাল, মেইন গেইট, অডিটোরিয়াম, লাইব্রেরি ভবনের সম্প্রসারণ, দৃষ্টিনন্দন জলাধার, জিমনেশিয়াম নির্মাণ, পুকুর খনন ইত্যাদি। এদের মধ্যে কয়েকটির কার্যক্রম শেষ এবং কয়েকটির কাজ শুরুর দিকে হলেও অধিকাংশের অবস্থান ইঞ্জিন ব্যতিত রেলের অবস্থার মতো হয়ে আছে। যার মধ্যে অন্যতম ক্যাফেটেরিয়া ভবন। যেটি শুরু হয়ে হয়ে বারবার বন্ধ হয়ে যাচ্ছে। যেটি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের কলমে একাধিকবার স্থান পেয়েছে। তবে ইতিমধ্যে দীর্ঘ প্রতিক্ষার পর বঙ্গবন্ধু মুরাল নির্মাণের কাজ উদীয়মান হয়েছে। অন্যান্য কাজ গুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতদূর এগিয়েছে তা বলা দায়।
একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মূল আকর্ষণের বস্তুটি যদি হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক তাহলে বশেমুরবিপ্রবি সেদিক দিয়ে নিত্যান্তই দূর্ভাগা। তবে প্রাক্তন উপাচার্য তার দায়িত্ব ত্যাগের পর বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহনের কিছুদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের “প্রধান ফটক” সহ “বঙ্গবন্ধু মূরাল” নির্মানের কাজে হাত দেন। যদিও এগুলো তৈরি করার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পূর্বেই। কিন্তু কোনো এক অজানা কারনে সেগুলো নির্মান ব্যতিতই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলমান হয়ে যায়।
দৃষ্টির অগোচরে রয়ে গেছে নোটপেডে লিপিবদ্ধ থাকা কিছু ভবনের কাজ, যেগুলো একটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে অন্যদের থেকে একধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু বশেমুরবিপ্রবি’কে সেদিক দিয়ে দূর্ভাগা বললে খারাপ হবেনা। এখানে নেই কোনো জিমনেশিয়াম, নেই কোনো অডিটোরিয়াম। যদিও বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের শুরু থেকেই এ বিষয়ে নজর দিয়ে রেখেছেন, তবে তার নজরে অডিটোরিয়ামের জায়গায় বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন প্রজাতির ফুল, ফল, ঔষধি বৃক্ষ এবং বনজ বৃক্ষের স্থান বেশি পেয়েছে। এখানে নেই গবেষণা করার জন্য কোনো আলাদা ভবন কিংবা প্রয়োজনীয় গবেষণাধর্মী সরঞ্জামাদি। উপাচার্যের আশ্বাসেই শিক্ষার্থীদের প্রয়োজনীয় অডিটরিয়াম, জিমনেসিয়াম, টিএসসি সহ নানাবিধ বিষয়ে সন্তুষ্ট থাকতে হয়। হয়তো অনেক শিক্ষার্থী কল্পনার জগতে বশেমুরবিপ্রবির জিমনেসিয়াম ও অডিটরিয়ামে ঘুরে বেড়ান।
অন্যদিকে, শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়া ভবন নির্মাণ করা হলেও সেটি এখন অন্য কাজে ব্যবহার করা হয়। আবার, লাইব্রেরী সম্প্রসারনের কথা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদের পরিকল্পনায় থাকলেও শিক্ষার্থীরা সেটির আর বাস্তবায়ন দেখবে বলে মনে হচ্ছেনা। এমনকি নতুন করে একাডেমিক ভবন-২ এর জায়গায় আইটি পার্ক নির্মান করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আইটি পার্ক নির্মাণকারী প্রতিষ্ঠানকে অনুমতিও প্রদান করেছে। তবে আমরা যদি আইটি পার্কের সুদূর ভবিষ্যতের দিকে নজর দেই তাহলে এটা থেকে কুফলটাই বেশি লক্ষ্য করব। কারন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পার্ক তৈরি করলে, বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্রটা নষ্ট হবে এমনকি শিক্ষার্থীরা দর্শনার্থীদের দ্বারা নানানভাবে হেনস্তার স্বীকার হবেন শিক্ষার্থীরা মনে করছেন৷ তাই আন্দোলনের মুখে উপাচার্য বাধ্য হয়ে আইসিটি পার্কের নির্মান কাজ কিছুকালের জন্য বন্ধ রাখেন।
২০১৪সালে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, খায়রুল আলম, মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বলে জানা যায় কিন্তু অদ্যাবধি প্রশাসনের অবহেলতার কারনে মন্দিরটি অবহেলিত অবস্থায় রয়েছে। প্রকল্প পাশের একই সময়ে মসজিদ নির্মাণ করা হলেও মন্দির নির্মাণ করা হয়নি। তবে বর্তমান মন্দিরটি বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা নিজ অর্থায়নে নির্মান করেছেন। এতেও নাকি প্রশাসন থেকে বিভিন্ন ধরনের বাঁধার সম্মুখীন হতে হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নতুন করে আরেকটি নাট মন্দির নির্মান করা হয়েছে। তবে সেটিও বাহিরের সনাতনী সংগঠন “হিন্দুকল্যান ট্রাস্ট” তৈরি করে দিয়েছে বলে জানা যায়। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বাহিরের কোনো সংগঠন যদি কোনো প্রতিষ্ঠান নির্মাণ করে(যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের করার কথা ছিল) তাহলে বশেমুরবিপ্রবির আত্মমর্যাদা কোথায় গিয়ে ঠেকে!
তবে বিশ্ববিদ্যালয়ের নান্দনিক সৌন্দর্যের কথা বলতে গেলে বশেমুরবিপ্রবি হার মানাবে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোকে। কারন এখানে আছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আগত বাহারি জাতের ফুল ও ফলের বৃক্ষ, সাথে আছে নতুন নতুন প্রজাতির বনজ বৃক্ষ, যার মধ্যে হলুদ৷ রঙের বাঁশ ঝাঁড়, টক পেয়ারাসহ অন্যান্য বৃক্ষাদি। যেগুলো দেশের অন্যকোনো বিশ্ববিদ্যালয়ে খুঁজে পাওয়া দুষ্কর। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের পাশে ঐতিহাসিক সেই পলাশ ফুল কতনা জানা অজানা মানুষের স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে আছে। সাথে আছে স্মৃতিবিজড়িত ক্যালিফোর্নিয়া রোড়। রয়েছে ব্রেকআপ চত্ত্বরও।
বিশ্ববিদ্যালয়ের রূপালি বাসগুলো যখন কাঠফাটা রুদের মধ্য দিয়ে রাস্তায় বের হয় তখন মনে হয় যেন এক ঝাঁক পরী উড়ে আসছে।
সাধারণত প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য মানব মনকে আবেগে আপ্লুত করে। বলা হয়ে থাকে, সময় যেমন তার আপন গতিতে চলে, তেমনি প্রকৃতি তার নিজের গতিতে চলে। শীত যায় হেমন্ত আসে, গ্রীষ্ম যায় বর্ষা আসে, এভাবে নানা বৈচিত্র্যে আমাদের মাঝে হাজির হয় প্রকৃতি। দৃষ্টিনন্দিত এই বিশ্ববিদ্যালয়ে ঋতুর পরিবর্তনেও আসে ভিন্ন রকমের পরিবর্তন। শরতের কাঁশফুলে ছেয়ে যায় বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের চারিদিকে শুধু কাঁশফুল। মনে হয় যেন সকালবেলার মৃদু রোদে হালকা লাল বেগুনী শাড়ি পরে দাঁড়িয়ে আছে প্রশাসনিক ভবন, আবার দুপুরের হালকা বৃষ্টির কিছু পরের মুহূর্তে প্রশাসনিক ভবনটি যেন সাদা ধবধবে শাড়ি পরে রংধনুর মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর তখনই শিক্ষার্থী এবং লেখদের কলমের ডগায় একটি বাক্যই তৈরি হয়, আর তা হচ্ছে, “কাঁশফুল তুমি করেছ আমায় নতুন রঙে ব্যাকুল”।
লেকপাড় ও ভিসি বাংলো এলাকা জুড়ে লাল রঙে শোভা ছড়িয়ে আছে কাগজের ফুল বা বাগানবিলাস খ্যাত লাল রংয়ের শোভাবর্ধনকারী লতা জাতীয় গুল্ম। লেকপাড়ে প্রবেশ মুখে প্রবেশদ্বার সদৃশ স্থানে গেটের গায়ে শোভা পেয়েছে বাগানবিলাস ফুল, সাথে রয়েছে নীল ও লাল কন্ঠ ফুলের গেইট। যেটি টকটকে রঙে দৃষ্টি কাড়ে আবাসিক ও অনাবাসিক মানুষ সহ প্রকৃতি প্রেমিদের। গন্ধ বিহীন ফুলেও যে এত সৌন্দর্য্য বিদ্যমান তা প্রমাণ করে বশেমুরবিপ্রবির বাগানবিলাস। ভিসি বাংলো এলাকায় বাংলো গেট সংলগ্ন পিলারে বাগানবিলাস জানান দিচ্ছে রক্তিম রঙের অস্তিত্ব। ক্যাম্পাসে যেনো নতুন দর্শনীয় স্থান হিসেবে তৈরী হয়েছে ভিসি বাংলোর টকটকে বাগানবিলাস। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলো সংশ্লিষ্ট এলাকায় একটি মনোরম দৃশ্যের সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসের শিক্ষার্থীরা যাচ্ছেন, ছবি তুলছেন, উপভোগ করছেন প্রকৃতির অপরূপ শোভা। সম্প্রতি বৃষ্টির সংস্পর্শে আরো সজীবতা ছড়াচ্ছে ফুলগুলো। আর এতে মুগ্ধ শিক্ষার্থীরাও। বৃক্ষ রাজীর শাখায়িত পলস্নবে ফোঁটা ফুলের বাহারী রং, বর্ণ, গন্ধ, সুভাস, মাধুর্য ও দৃষ্টি নন্দনতা আমাদের প্রকৃতি পরিবেশকে দিয়েছে এক অনাবিল মায়াময় রূপ। যেরূপের মুগ্ধতায় মুগ্ধ হয়ে কবি লিখেছেন কাব্য ভাষায় তার উক্তি, চিত্রকার তার রঙ তুলির ছোঁয়ায় এঁকেছেন তার প্রতিচ্ছবি, আলোক চিত্রে ধারণ করেছেন তার ক্যামেরার ফ্রেমে ও প্রকৃতির প্রেমী মন ঘুরে বেড়িয়েছেন দিগমেত্মর শেষ সীমানায়।
দিগন্ত জুড়া মায়াময় সবুজ প্রামত্মরের অনাবিল ঘাস, মাটির গন্ধ, পাখির কলতান, বহতা নদী ও ঝর্ণার স্রোতধারার মাঝে আমরা প্রতিনিয়ত খুজে পাই অফুরমত্ম জীবনী শক্তি। এ প্রকৃতির অফুরমত্ম সৌন্দর্য ভান্ডারের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে ফুল। আর এ ফুলের প্রতি মানুষের ভালোবাসা বিশ্বজনীন। ফুল নামটি মুখে উচ্চাণের সাথে সাথে ছোট-বড়, ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে সার্বজনীন ভাবে সর্ব সকল মানুষের কাছে এ এক অনন্য প্রবিত্র স্বর্গীয় অনুভুতি। বিশ্বের সকল ভাষা ভাষি, সকল শ্রেণি পেশার মানুষ তাদের সকল প্রকার শুভ ও পবিত্রতার কার্য সম্পাদনে ফুলকে বেছে নিয়েছে আপন থেকে অতি আপন নিয়মে। ফুলের উপস্থিতি ব্যতিত কোন অনুষ্ঠান-ই যেন জমেনা। আবার কালের পরিবর্তনে এখানে ফলে নানান জাতের ফল। কখনোবা আম, জাম, কাঁঠাল আবার কখনো জামরুল, সাথে বাহারি জাতের ফল।
হৃদয় সরকার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়