Top

ইবিতে প্রতিবন্ধী ও উপজাতি কোটায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

১৫ জানুয়ারি, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ
ইবিতে প্রতিবন্ধী ও উপজাতি কোটায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে উপজাতি/নৃ-গোষ্ঠী, হরিজন ও প্রতিবন্ধী কোটায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগামী ২৩ জানুয়ারি এসব কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু হবে।

রবিবার (১৫ জানুয়ারি) উপজাতি ও প্রতিবন্ধী কোটায় ভর্তি উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২৩ জানুয়ারি ‘এ’ ইউনিট ও ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের ও ২৫ জানুয়ারি ‘সি’ ইউনিটের সাক্ষাৎকার নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টায় ফলিত বিজ্ঞান অনুষদের ১৪০ নম্বর কক্ষে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৫ জানুয়ারি মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এদিকে খেলোয়াড় কোটায় ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর প্রাপ্তদের আগামী ১৫ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ইবিতে ৭ম মেধাতালিকার ভর্তি শেষে তিন ইউনিটে এখনও ৪৬৪টি আসন খালি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটে মোট ১ হাজার ৯৯০ আসনের মধ্যে ‘এ’ ইউনিটে ৩৪৪,‘বি’ ইউনিটে ৯১ ও ‘সি’ ইউনিটে ২৯টি আসন খালি রয়েছে বলে জানিয়েছে আইসিটি সেল। খালি আসনে ভর্তির জন্য আগামী ১৭ জানুয়ারি ৮ম মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে শূন্য আসন, ভর্তি ও এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

শেয়ার