Top

আফগানিস্তানে সাবেক নারী আইনপ্রণেতাকে গুলি করে হত্যা

১৬ জানুয়ারি, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ
আফগানিস্তানে সাবেক নারী আইনপ্রণেতাকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক এক নারী সংসদ সদস্য ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই নারী আইনপ্রণেতার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

জানা গেছে, নিহত নারী সংসদ সদস্যের নাম মুরসাল নবীজাদা। তার বয়স ৩২ বছর। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর যে কয়জন নারী আইনপ্রণেতা কাবুলে থাকছেন তার মধ্যে তিনি একজন ছিলেন।

রোববারের (১৫ জানুয়ারি) হামলায় তার ভাই ও দ্বিতীয় দেহরক্ষী আহত হয়েছেন।

সাবেক সহকর্মীরা নবীজাদাকে ‘আফগানিস্তানের জন্য নির্ভীক চ্যাম্পিয়ন’ হিসেবে প্রশংসা করেছিলেন। এর আগে দেশ ছাড়ার সুযোগও প্রত্যাখ্যান করেন তিনি।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, নিরাপত্তা বাহিনী এই ঘটনার গুরুতর তদন্ত শুরু করেছে।

সাবেক আইন প্রণেতা মরিয়ম সোলাইমানখিল বলেছেন, নবীজাদা ছিলেন একজন শক্তিশালী, স্পষ্টভাষী নারী যিনি বিপদের মুখেও যা বিশ্বাস করতেন তার পক্ষে দাঁড়াতেন।

আফগানিস্তান ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া সত্ত্বেও তিনি তার জনগণের পাশে থাকা ও লড়াই করার পথ বেছে নিয়েছিলেন।

২০২১ সালে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর থেকে জনজীবনের প্রায় সব ক্ষেত্র থেকে নারীদের সরিয়ে দেওয়া হয়েছে।

বিপি/এএস

শেয়ার