Top
সর্বশেষ

প্রতিবন্ধীর টাকা আত্মসাতের অভিযোগে গ্রামপুলিশের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ

১৬ জানুয়ারি, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ
প্রতিবন্ধীর টাকা আত্মসাতের অভিযোগে গ্রামপুলিশের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গ্রাম পুলিশ আরিনা বেগমের বিরুদ্ধে প্রতিবন্দ্বী ভাতাভোগীর টাকা আত্মসাতের অভিযোগে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম। গ্রাম পুলিশ আরিনা বেগম ইউনিয়নের বিরামপুর গ্রামের বাসিন্দা।

দীর্ঘদিন যাবত একই গ্রামের প্রতিদ্বন্দ্বী কুতুব উদ্দিন ইমনের ভাতাভোগীর টাকা বিকাশ একাউন্টের মাধ্যমে আত্মসাত করে আসছেন। প্রতিদ্বন্দ্বী কুতুব উদ্দিন ইমন বিরামপুর গ্রামের পিতা মৃত আব্দুল আলিম ও মাতা মকবুল নেছার পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী কুতুব উদ্দিন ইমন এর প্রতিবন্ধী ভাতা যাহার বই নম্বর- ২৫৮৮ এমআইএস নম্বর-০৩৯০০০২৭৯৪৩ এনআইডি নম্বর-২০০৯০১৮৯৭২১০৬৫৬২ এর ভাতার টাকা বিকাশ নম্বর-০১৫৬৫০৪৪৯৬০ এর মাধ্যমে উক্ত গ্রাম পুলিশ আরিনা বেগম তার জাতীয় পরিচয়পত্র দিয়ে বিকাশ একাউন্ট খোলে প্রতিবন্ধী কুতুব উদ্দিন ইমনের টাকা আত্মসাত করে আসছেন।

যখন প্রতিবন্ধীদের ভাতার টাকা বিকাশ একাউন্টের মাধ্যমে দেয়ার প্রথা চালু হয় তখন থেকে গ্রাম পুলিশ আরিনা বেগম নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে বিকাশ একাউন্ট খোলে ভাতাভোগী প্রতিবন্ধী কুতুব উদ্দিন ইমনের প্রাপ্য টাকা আত্মসাত করে আসছেন। এই রহস্য সম্প্রতি জানাজানি হলে গ্রাম পুলিশ আরিনা বেগম প্রশাসনের নজরে আসেন। এ বিষয়টি সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলমের দৃষ্টি গোচর হলে অরিনার বিরুদ্ধে ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন।

 

শেয়ার