কলকাতার নন্দিত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী অভিনয় ছাড়ছেন। ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন পর্দার ‘ফেলুদা’। আর এখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
সব্যসাচী চক্রবর্তীর কথায়,আমার কাছে পুরো পৃথিবী থেকে অনেক সিনেমার প্রস্তাব আসছে। সবাইকে না বলে দিয়েছি। আপাতত কোনো সিনেমাতেই নাম লেখাচ্ছি না। আমি সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। আমি নিজের মতো করে বাকি সময় কাটাতে চাই।
গুণী এই অভিনেতা আরও যোগ করেন,এখন আমি সবাইকে না বলে দিচ্ছি। আমি আর কাজ করব না। আমার সময় শেষ। আমি এখন অবসরে। আমি আলাদা হয়ে গেছি। এতদিন অন্যের জন্য কাজ করেছি। এখন শুধুই নিজের জন্য কাজ করব।
অবসরের সময়টায় কী করবেন সেটাও জানালেন সব্যসাচী, এই সময়ে পছন্দের খাবার খাব, ঘুমাব, বই পড়ব, টেলিভিশন, ওটিটি দেখব, খেলা দেখব—আপাতত এই পরিকল্পনা।
উল্লেখ্য, ‘গন্ডি’র পর আবারও বাংলাদেশের ফখরুল আরিফিনের সিনেমায় কাজ করেছেন সব্যসাচী চক্রবর্তী। যেটির নাম ‘জেকে ১৯৭১’। চলমান ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি। সেটির অভিনেতা হিসেবে অতিথি হয়ে তার ঢাকায় আসা।