জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবনির্মিত ৬টি হলের উদ্বোধন করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু হল হয়ে বটতলা ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে নতুন হলগুলো দ্রুত খুলে দেওয়া, গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ এবং ক্ষমতাসীন ছাত্রসংগঠনের চাঁদাবাজী বন্ধসহ তিন দফা দাবি জানান নেতাকর্মীরা।
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, “আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্বেও প্রশাসন সিট দিতে পারে না।সিটের লোভ দেখিয়ে
গণরুম-গেস্টরুম করানো হয় শিক্ষার্থীদের। কোমলমতি শিক্ষার্থীডা র্যাগিংয়ের শিকার হয়। প্রশাসন অছাত্রদের হল থেকে বের করতে পারে না। প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। নতুন হলগুলো আশা জাগাচ্ছিল। সেই হলগুলো খুলে দিতেও নানা তালবাহানা করছে প্রশাসন। গত বছরের নভেম্বরে উপাচার্য হল খুলে দেওয়ার আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়ন করতে পারেনি।”
পরে তারা উপাচার্য অধ্যাপক নুরুল আলমের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপাচার্য আগামী ৩১ জানুয়ারির ভিতর দুটি হল খুলে দেবেন বলে আশ্বাস প্রদান করেন। আর বাকি ৪টি হল আগামী দু মাসের ভিতর উদ্বোধন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।