মাইক্রোসফট সম্প্রতি ৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কোম্পানির সর্বশেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি অনেকাংশে কমার কারণেই প্রতিষ্ঠানটি এমন পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানা গেছে। তবে তৃতীয় প্রান্তিকের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের আগেই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। বিষয় সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে কর্মীর বড় একটি অংশ ছাঁটাই করতে যাচ্ছে মাইক্রোসফট।
প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির কথা মাথায় রেখে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির সিইও সত্য নাদেলা জানিয়েছেন, মাইক্রোসফট বিশ্বব্যাপী পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছে। এ সময়ে প্রযুক্তি কোম্পানিগুলোকে আরো দক্ষ হতে হবে। আগামী দুই বছর সম্ভবত সবচেয়ে চ্যালেঞ্জিং হবে। মহামারী চলাকালীন আমাদের প্রবৃদ্ধি বেশ ভালো ছিল। এখন চাহিদা কিছুটা স্বাভাবিক হয়েছে। বিশ্বের কিছু অংশে মন্দা সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে প্রযুক্তি খাতে।
রয়টার্সের প্রতিবেদন বলছে, টেক জায়ান্টটি তাদের ক্লাউড ইউনিট অ্যাজুর পরিষেবার প্রবৃদ্ধি ধরে রাখতে হিমশিম খাচ্ছে। ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বাজারে মন্দার কারণে উইন্ডোজ ও ডিভাইস বিক্রি একনাগাড়ে কয়েক প্রান্তিকে নিম্নমুখী হয়েছে। এবারের ছাঁটাইয়ে প্রতিষ্ঠানটি মানবসম্পদ ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে কয়েক হাজার কর্মী কমাতে যাচ্ছে।
গত বছর মাইক্রোসফট ১ শতাংশ কর্মী ছাঁটাই করেছিল। এবারের ঘোষিত ৫ শতাংশ ছাঁটাই সম্পন্ন হলে এটি প্রতিষ্ঠানটির জন্য উল্লেখযোগ্য এক পদক্ষেপ। টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর কর্মী ছাঁটাইয়ের ঘটনা এখন নিত্যনৈমত্তিক। প্রায় প্রতিদিনই কর্মী ছাঁটাইয়ের কারণে প্রতিষ্ঠানের সমস্যাও বাড়তে থাকে। এর আগে অ্যামাজন, মেটাসহ বেশকিছু কোম্পানি বৈশ্বিক চাহিদা কমায় এবং অর্থনৈতিক মন্দার কারণে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
প্রযুক্তিবিষয়ক পত্রিকা দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের ২০২২ সালের কর্মী ছাঁটাইয়ের তুলনায় এ বছরের ছাঁটাইয়ের হার অনেক বেশি। এর আগের ছাঁটাইয়ের প্রভাব পড়েছিল কনসাল্টিং অ্যান্ড কাস্টমার এবং পার্টনার সলিউশন বিভাগের ওপর। ২০২২ সালের অক্টোবরে কোম্পানিটি প্রায় ১ হাজার কর্মী ছাঁটাই করেছিল।