Top

রাতের আধারে সন্ত্রাসী কায়দায় জোর পূর্বক ঘর নির্মাণ

২১ জানুয়ারি, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
রাতের আধারে সন্ত্রাসী কায়দায় জোর পূর্বক ঘর নির্মাণ
ফরিদগঞ্জ প্রতিনিধি :

ফরিদগঞ্জে সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র-শস্ত্র সহ জোর পূর্বক ভাবে রাতের আধারে জমি দখলের জন্য ঘর নির্মাণ। এই ঘটনায় এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ২০০১ সালে এই জমির বাউন্ডারী দেওয়াল নির্মাণ করা হয়েছে। দেওয়াল নির্মাণ করার সময় কোন ধরণের বাঁধা বা জমি পাওনার দাবী না করে দীর্ঘ ২১ বছর পর জায়গা পাবে বলে সন্ত্রাসী কায়দায় দেওয়াল ভেঙ্গে দেয়।

এ বিষয়ে যদি দ্রুত কোন সমাধান না হয়, তা হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংখ্যা করছে স্থানীয় বাসিন্দারা। শনিবার (২১ জানুয়ারী) ভোর ৫ টায় উপজেলার পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের চৌমুখা গ্রামের মিজি বাড়িতে এ ঘটনাটি ঘটেছে । ঘটনার সূত্রে জানা যায়, র্দীঘদিন ধরে সেলিম মাষ্টার দের সাথে একই বাড়ির মনিরদের মাঝে এই জমি নিয়ে বিরোধ রয়েছে। এই নিয়ে উভয় পরিবারের আদালতে মামলা চলমান রয়েছে। জমি দখল নিতে মরিয়া হয়ে আছে প্রবাসী মনির হোসেন। ভিবিন্ন ভাবে সন্ত্রাসী কায়দায় জমি দখল নিতে ব্যবহার করছে বিভিন্ন প্রক্রিয়া। এমনটি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

জমির মালিক সেলিম মাষ্টার বলেন, এই জমি আমাদের ক্রয়কৃত জমি। আমাদের নামে খাজনা খারিজ রয়েছে। তারা আমাদের সাথে ঝামেলা সৃষ্টি করার জন্য কোন এক ওয়ারশদের কাছে থেকে একটি দলিল সৃষ্টি করে টাকার জোরে সন্ত্রাসী কায়দায় বার বার আমাদের জমি দখল নিতে হামলা চালায়। ভিবিন্ন ভাবে ক্ষয় ক্ষতি করে।

শনিবার ফজর নামাজের পর পরে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে আমাদের জমিতে ঘর নির্মাণ করে। আমারা বাঁধা দিতে গেলে অস্ত্র নিয়ে আসে মেরে ফেলার জন্য। আমরা ভয়ে যেতে পারিনা। কোন উপায় না পেয়ে ৯৯৯ ফোন করে প্রাণে রক্ষা হয়। আমাদের বাড়ির সাবেক মেম্বার বতু ও এলাকার সন্ত্রাসী তুহিনসহ ২০/২৫জন এসে এই হামলা করে এবং ঘর নির্মান করে। মনির হোসেন ও তার স্ত্রী বাড়িতে না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

হামলাকারিদের সাবেক মেম্বার বতু মিয়া ও তুহিন বলেন, এই জমি মনির মিয়ার তার জমিতে আমরা ঘর নির্মাণ করতে গিয়েছি। তারা আমাদের উপরও তারা হামলা করেছে। রাতে গেলেন এমন প্রশ্নে তিনি বলেন, রাতে না সকালে ফজরের পরে। অপর প্রশ্নের জবাবে তুহিন বলেন, মনির মিয়া আমাকে তার জমি দেখা শোনা করার জন্য লিখিত দিয়েছে। তাই আমি গিয়েছি।

ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, আমি সকালে শুনেছি রাতে নাকি সেলিম মাষ্টারদের জমিতে ঘর তুলেছে। পুলিশ এসে আমাকে ফোন দিয়েছিল। আমি ঘটনাস্থলে গিয়ে দেখবো সমাধান করা যায় কিনা। ৯৯৯ ফোন পেয়ে ফরিদগঞ্জ থানার এস.আই শফিকুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে বলেছি কোন প্রকার ঝামেলা না করার জন্য। যাতে করে আইন শৃঙ্খলা ভঙ্গ না হয়।

শেয়ার