Top

নোয়াখালীতে অস্ত্র মামলায় চেয়ারম্যানের কারাদণ্ড

২৪ জানুয়ারি, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ
নোয়াখালীতে অস্ত্র মামলায় চেয়ারম্যানের কারাদণ্ড
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেনকে ১৭বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন কুতুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে নোয়াখালী জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মাসফিকুল হক এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন কুতুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও হাজী বজলুর রহমানের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯সালে অস্ত্রসহ গ্রেপ্তার হন কামাল হোসেন। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরবর্তীতে সে জামিনে থেকে গত বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে জয় লাভ করেন।

সোমবার বিকেলে আদালতে হাজিরা দিতে আসলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামি কামাল হোসেনকে আদালতে হাজির করা হয়। আদালত তার উপস্থিতিতে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছর ও ১৯ (এফ) ধারায় আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় পরবর্তীতে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার