Top

মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশন উদ্বোধন

২৮ জানুয়ারি, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশন উদ্বোধন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগর উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশনের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা সদরের আব্দুর রশিদ ম্যানশনের ৩য় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যালয়ে উদ্বোধন ও বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঁইয়া জনী।

মুরাদনগর উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশনের সভাপতি প্রভাষক আজিজুর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার মোঃ হারুনুর রশিদ, মুরাদনগর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু, মুরাদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক কাজী তুফরিন এটন। এমরান হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ইদ্রিস আলী, আব্দুল মতিন ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিন, করিম মোল্লা আব্দুল আজিজ, সহিদুল ইসলাম, আবুল কালাম, মতিন চৌধুরী, মুরাদনগর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম কে আই জাবেদ, সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সরকার স্বপন, নজরুল ইসলাম খোকন, রাশেদুল হক ভূঁইয়া, মাজেদুল ইসলাম সবুজ, আতিকুর রহমান শিকদার, দেলোয়ার হোসেন, সাইদুল ইসলাম, মোঃ সোহাগ প্রমূখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কুড়াখাল কুরুন্ডি মাদ্রাসার সুপার করেন মাওলানা মোঃ জসিম উদ্দিন। এসময় উপজেলার বিভিন্ন গ্ৰামের বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

শেয়ার