উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর মাইজদী এসএফএনটিসির অধিনে ১৯৯৯-২০০০ অর্থ বছরে সদর উপজেলার সংযোগ সড়কের পাশের সামাজিক বনায়নের গাছ বিক্রির লভ্যাংশের চেক ৪০জন উপকারভোগিদের মাঝে বিতরণ করা হয়েছে। প্রতি উপকারভোগি ৩২হাজার ৪৬২টাকা করে চেক পেয়েছেন।
রোববার দুপুরে সামাজিক উপকারভোগিদের চেক বিতরণ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে বন বিভাগ, জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
বন বিভাগ নোয়াখালীর তথ্যমতে, সদর উপজেলার মাইজদী এসএফএনটিসির অধীন ১৯৯৯-২০০০ অর্থ বছরে ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা হতে পূর্ব দিকে আব্দুল হালিম জামে মসজিদ পর্যন্ত ৪ কিলোমিটার সংযোগ সড়ক বাগান সৃজন করা হয়েছিলো।
২০২০-২০২১ অর্থ বছরে সামাজিক বনায়ন ওই গাছগুলো বিক্রি করা হয়। চুক্তিনামা অনুযায়ি শতকরা ৫৫ ভাগ হিসেব করে গাছ বিক্রির লাভের অংশের টাকার চেক ৪০ জন উপকারভোগীদের মাঝে বিতরন করা হয়।