Top

রাজধানীতে থানারহাট হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের বর্ণিল পুর্নমিলনী

৩০ জানুয়ারি, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ণ
রাজধানীতে থানারহাট হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের বর্ণিল পুর্নমিলনী
নিজস্ব প্রতিবেদক :

বর্ণিল আয়োজনে মধ্যে দিয়ে নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান থানারহাট হাই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দিনব্যাপি পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) থানারহাট হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী ঢাকার পূর্বাচলে এ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়।

বহুদিন পর সতীর্থদের সঙ্গে সাংস্কৃতিক আয়োজনে গানে-আড্ডায় মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় সবার চোখেমুখে ছিল পুর্নমিলনী উচ্ছ্বাস।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাসিয়েশনের সভাপতি ডাক্তার লোকমান হোসেন স্বপন। সকাল ১১টায় কোরআন তেলাওয়াত এবং কবি সালেহীন সাজুর লেখা স্কুলের থিম সংয়ের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

পরে সদস্যদের ক্রেস্ট, মগ, ম্যাগাজিন, গেঞ্জি, ক্যাপ, স্কুল প্রতিষ্ঠাতা সদস্যদের গুণীজন সম্মাননা ও স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের উপহার দেওয়া হয়। প্রয়াত স্কুল প্রতিষ্ঠাতা সদস্যদের নামে শোক প্রস্তাব পাঠ করেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির। এসময় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সাগর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাইমুড়ী-চাটখিল আসনে সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সম্রাট গ্রুপের চেয়ারম্যান এম এ খান বেলাল, স্কুল প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসেন, মো. হানিফ, আব্দুল কুদ্দুস, সোনাইমুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন।

এছাড়া বক্তব্য দেন থানারহাট হাই স্কুলের সভাপতি ইকবাল হায়দার চৌধুরী তরুণ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য এটিএম আব্দুল হালিম, শাহাজাহান সাজু, মাহবুব আলম মহিম, ইসমাইল হোসেন, লুৎফুন নাহার শিউলি, নোয়াখালী জার্নালিস্ট ফোরাম এনজেএফ’র সাধারণ সম্পাদক এস এম ফয়েজ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এ বি এম জাফর উল্লাহ, নোয়াখালী টুয়েন্টিফোরের সম্পাদক ও প্রকাশক মো. জসিম উদ্দিন, নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন টিটুসহ আরও অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ স্বপন ও সদস্য ছালেহ আহমেদ।

বিপি/এএস

শেয়ার