Top

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচনে সালেহ-মুক্তা প্যানেল বিজয়ী

৩০ জানুয়ারি, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচনে সালেহ-মুক্তা প্যানেল বিজয়ী
বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে তিন সদস্য ব্যতিরেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য প্যানেল জয়লাভ করেছে। সভাপতি পদে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সালেহ আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনে বর্তমান শিক্ষক ক্লাবে স্থাপিত ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক পরিষদ প্যানেলের সভাপতি প্রার্থী ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক প্রার্থী ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

শিক্ষক সমিতির অন্যান্য নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি, মোঃ ফায়েকুজ্জামান মিয়া, কোষাধ্যক্ষ, ড.গোলাম ফেরদৌস, যুগ্ম সাধারণ-সম্পাদক, বদরুল ইসলাম ফয়সাল, প্রচার সম্পাদক, ড.আরিফুজ্জামান রাজীব, দপ্তর সম্পাদক, মোঃ সোলাইমান হুসাইন।

বিজয়ী নির্বাহী সদস্যরা হলেন, ড. মোঃআলী খান, মোঃ আব্দুর রহমান, মোঃ মর্ত্তুজা আহমেদ, হাবিবুর রহমান, মোঃ মেহেদী হাসান বাবু, সোহানা সুলতানা, ড. সমীর চন্দ্র রায়, ড. মোসাঃ হুরে জান্নাত।

উক্ত নির্বাচনে মোট ১৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শেয়ার