টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক যতক্ষণ পর্দায় থাকেন ততক্ষণ হাসির হুল্লোড় চলে দর্শকের মাঝে। লোক হাসিয়ে তিনিও হয়ে উঠেছেন পশ্চমবঙ্গের জনপ্রিয় কৌতুক অভিনেতা। তবে আজকের এই অবস্থানে নিজেকে আনতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে তাকে।
অভিনয়ে আসার আগে ‘নুন আনতে পান্তা ফুরোয়’ দশা ছিল কাঞ্চনের। পার্লারে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে এ কথা কাঞ্চন নিজেই জানিয়েছেন।
আজ থেকে প্রায় পাঁচ বছর আগে একটি রিয়েলিটি শোয়ে এসেছিলেন কাঞ্চন। সেখানেই বলেছিলেন নিজে ‘দিনে এনে দিনে খাওয়া’ অতীতের গল্প। সেসময় পার্লারে চাকরি করে দিন কাটত তার। এমনটা উল্লেখ করে কাঞ্চন বলেছিলেন, ‘দীর্ঘ পাঁচ বছর আমি পার্লারে কাজ করতাম। কাউন্টারে বিল কাটতাম। সেই পার্লারে তোমাদের মতো অনেক জনপ্রিয় মানুষই চুল কাটতে আসতেন। তারা তো আর আমাকে খেয়াল করতেন না। আমি শুধু ভাবতাম এমন দিন কবে আসবে, সবাই আমায়ও চিনতে পারবে। তার পরেও আমার পাড়ার লোক অনেক কটু কথা শুনিয়েছিল।’
কাঞ্চনের সেই স্বপ্ন সত্য হয়েছে। এখন তিনিও জনপ্রিয়তা অর্জন করেছেন। তাকে চেনেন না এমন লোকের সংখ্যা খুব কম। অনুরাগীরা ভালোবেসে হাসির রাজা বলে ডাকেন তাকে।