ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এতে ফাইনাল ম্যাচে পঞ্চম ব্যাচকে ১২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সংশ্লিষ্ট বিভাগটির তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলের খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এবারের আয়োজনে মোট ৫টি ব্যাচ অংশগ্রহণ করে। রবিন রাউন্ড পর্বে সবকটি ম্যাচ জিতে টেবিলের শীর্ষস্থান দখল করে তৃতীয় ব্যাচ। পাশাপাশি সবগুলো ম্যাচ হারের স্বাদ গ্রহণ করে চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা। তাছাড়া দ্বিতীয়, পঞ্চম এবং ষষ্ঠ ব্যাচ গ্রুপ পর্বে দুইটি করে ম্যাচ জিতলেও রানরেটের জন্য গ্রুপ পর্ব থেকে কাটা পড়ে দ্বিতীয় ব্যাচ।
কোয়ালিফায়ার পর্বে পঞ্চম ব্যাচের কাছে ষষ্ঠ ব্যাচ হেরে বিদায় নিলে ফাইনালে তৃতীয় ব্যাচ এবং পঞ্চম ব্যাচ মুখোমুখি হয়। পরে সমাপনী ম্যাচে টানটান উত্তেজনার মাঝে পঞ্চম ব্যাচকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে ভাসে তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুন নাহারসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিপি/আজাদ