Top

পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ

০৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ
পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

আপত্তিকর কনটেন্ট দেখানো ও অপসারণ না করায় উইকিপিডিয়া বন্ধ করে দিয়েছে পাকিস্তানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

সংস্থাটির তথ্যানুযায়ী আপত্তিকর কনটেন্ট দেখানোয় ৪৮ ঘণ্টা ওয়েবসাইটে প্রবেশের গতি কমিয়ে দেয়া হয়। এছাড়াও কনটেন্ট অপসারণে সময়ও বেঁধে দেয়া হয়েছিল, কিন্তু উইকিপিডিয়া নির্দেশ না মানায় অনলাইন এনসাইক্লোপেডিয়া বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ১ ফেব্রুয়ারি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানায়, আপত্তিকর কনটেন্ট সরানোর জন্য আদালতের নির্দেশসহ ওয়েবসাইটটির সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু উইকিপিডিয়া থেকে কোনো সাড়া না পাওয়ায় এ সিদ্ধান্ত নেয় পিটিএ।

শেয়ার