সব বাবা মা ই চান, তার শিশু যাতে ইংরেজিতে পারদর্শী হয়ে উঠে। কিন্তু যাদের মাতৃভাষা ইংরেজি না, তাদের ইংরেজি শিখতে অনেক কাঠখড় পোড়াতে হয় এবং ভ্রান্ত ধারনার কারণে ইংরেজি শিখাটা হয়ে উঠে ভীতিকর। শিশুদের এই দুর্ভোগ দুর করতে এবং বাবা মাকে দুশ্চিন্তা মুক্ত করতে বাংলাদেশের দুই তরুণ উদ্যোক্তার উদ্যোগ “English Champ” নামের একটি ই লার্নিং প্লাটফর্ম। তারা হচ্ছেন তাওহীদুল হাসান এবং আব্দুল্লাহ আল আহাসান হৃদয়।
English Champ হচ্ছে শিশুদের ইংরেজি শিখার একটি ইকো সিস্টেম। এখানে ৪ থেকে ১৪ বছরের শিশুরা তাদের ইংরেজি শিখার হাতে খড়ি থেকে শুরু করে একদম এডভান্স লেভেলের স্কিল ডেভেলপমেন্ট পর্যন্ত শিখতে পারবে। আর পুরো জার্নিটাই তারা করতে পারবে ঘরে বসে। অর্থাৎ English Champ একটি অনলাইন এডুকেশন প্লাটফর্ম অথবা Ed-Tech প্লাটফর্ম। যেখানে ঘরে বসে বাবা মায়েরা তাঁদের শিশুদের ইংরেজি শিখাতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে অনলাইনে শিশুরা কিভাবে ক্লাস করবে, যেখানে ওদের পড়ার টেবিলেই বসাতে কষ্ট হয়ে যায়। উদ্যোক্তারা বলেন, English Champ এ কোন রেকর্ডেড ক্লাস হয় না। কারণ রেকর্ডেড ক্লাসে শিশুদের মনোযোগ ধরে রাখা সম্ভব হয় না। প্রত্যেকটি ক্লাসই হয় লাইভ।
উদ্যোক্তা তাওহীদুল হাসান বলেন, মজার ব্যাপার হচ্ছে, একেক ব্যাচে ৩ থেকে ৫ জন শিশু রাখা হয়, যাতে করে শিক্ষক প্রত্যেকের সাথে সময় নিয়ে সমান ভাবে আলোচনা করতে পারেন এবং ভুল ধরিয়ে দিতে পারেন।
আব্দুল্লাহ আল আহাসান হৃদয় বলেন, আমরা ব্যাচ তৈরি করার আগে প্রত্যেকের একটি করে ফ্রি টেস্ট ক্লাস নিয়ে থাকি। এতে করে আমরা শিশুদের ইংরেজির লেভেল যাচাই করে নিতে পারি এবং তাদের লেভেল অনুযায়ী তাদের ব্যাচ সাজেস্ট করতে পারি।
এখন পর্যন্ত English Champ এর হাত ধরে ১০০০ এরও বেশি শিশু ইংরেজি শিখেছে। বর্তমানে English Champ এ ৩০০ এরও বেশি শিক্ষার্থী দেশ ও দেশের বাইরে থেকে ক্লাস করছে। ২৫ জনের বেশি শিক্ষক এবং ১০ জনের অপারেশান টিম নিয়ে শিক্ষার্থীদের জন্য সেবা নিশ্চিত করে আসা হচ্ছে গত ৩ বছর যাবত।
উদ্যোক্তারা বলেন, English Champ এখন কাজ করছে, কিভাবে যে কেউ (গ্রামের কৃষক হোক কিংবা কোন সনাম ধন্য প্রতিষ্ঠানে কর্মরত হোক) তার শিশুকে ক্লাস করাতে পারেন অতি সহজে। তবে ক্লাস করানোর পাশাপাশি ক্লাস মেটেরিয়াল এবং ক্লাসের কোয়ালিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন এই ২ তরুণ উদ্যোক্তা।
গত ৮ জানুয়ারী মুনাফ মজিব চৌধুরী, বাংলাদেশের একজন এঞ্জেল ইনভেস্টর এর ফান্ডিং এর সহায়তায় English Champ এর বর্তমান ভেলুয়াশন ১ কোটি ১০ লক্ষ টাকার ও বেশি।