নীতি লঙ্ঘনকারী ব্যবহারকারীদের প্রতিহত করতে আপডেটেড অ্যাকাউন্ট এনফোর্সমেন্ট সিস্টেম তৈরি করেছে টিকটক। শর্ট ভিডিও শেয়ারিংয়ের প্লাটফর্মটি জানায়, এ পরিবর্তনের মাধ্যমে দক্ষতা ও দ্রুততার সঙ্গে ক্ষতিকর সব কনটেন্ট ও অ্যাকাউন্ট সরিয়ে ফেলা সম্ভব হবে।
টিকটকে এখন যে অ্যাকাউন্ট এনফোর্সমেন্ট সিস্টেম রয়েছে সেখানে সাময়িকভাবে লাইক, কমেন্টের ওপর নিষেধাজ্ঞার মতো বিধিনিষেধ রয়েছে। সামগ্রিকভাবে এটি ক্ষতিকর কনটেন্ট কমালেও কনটেন্ট নির্মাতাদের অভিযোগ রয়েছে। তারা বলছেন, এটি বিভ্রান্তি ছড়াতে পারে।
নতুন সিস্টেমে গাইডলাইন লঙ্ঘনকারী কনটেন্ট পোস্ট করা হলে সেটি সরিয়ে দিয়ে অ্যাকাউন্টে একটি স্ট্রাইক দেয়া হবে। যদি কোনো অ্যাকাউন্ট পুনরায় একই কাজ করে তাহলে সেটি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে। অতিরিক্ত সুরক্ষাসেবা হিসেবে, যে অ্যাকাউন্টগুলো বেশিবার স্ট্রাইক পাবে সেগুলোকে প্লাটফর্ম থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে। ৯০ দিন পর একেকটি স্ট্রাইকের মেয়াদ শেষ হবে।