ককটেল ও জিহাদি বইসহ গ্রেপ্তার হওয়া জামায়াত নেতা শিক্ষক আলমগীর কবিরকে সাময়িক বরখাস্ত করেছে ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। গতকাল সোমবার বিকালে তাকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমদ।
সোনাগাজী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন সাইফ বলেন, শিক্ষক আলমগির কবিরকে বরখাস্তের আদেশ মঙ্গলবার বিকালে আমরা পেয়েছি। অফিসিয়াল কাজ শেষে দ্রুত আদেশ কার্যকর করা হবে।
অভিযুক্ত আলমগীর কবির সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের হোসাইনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ২৮ জানুয়ারী ফেনী জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে গোপন বৈঠকের সময়ে পুলিশ ৫টি ককটেল ও জিহাদি বইসহ জামায়াতের নয় নেতাকর্মীকে আটক করেন। পরে পুলিশ বাদি হয়ে গোপন বৈঠকে একত্রিত হয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
ওই নয়জনের একজন হলেন জামায়াত নেতা শিক্ষক আলমগীর কবির। সে সোনাগাজী উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতা ও চরছান্দিয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের এনামুল হক মাষ্টারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, আলমগীর কবির ছাত্রবস্থায় জামায়াতের রাজনীতিতে জড়িয়ে পড়েন। গত ২০১২ সালে চাকুরীতে যোগদানের পরও সে জামায়াতের রাজনীতিতে সক্রিয় থাকেন। প্রতিকৃল পরিবেশে সামজিক সংগঠনের আড়ালে জামায়াতের সাংগঠনিক কাজে অংশ নিতেন।
এদিকে অভিযোগ উঠেছে আলমগির কবির কে বরখাস্ত না করতে সোনাগাজী উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির কয়েকজন নেতা জেলা ও সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে ব্যাপক তবদির করেন। ধারনা করা হচ্ছে তাদের তবদিরের কারনে আলমগীর কবিরের বরখাস্তের আদেশ জারি করতে দশ দিন সময় পার হয়।
সোনাগজী উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির বলেন, তবদিরের বিষয়টি আমার জানা নেই।