Top

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা ইভান হত্যাকাণ্ড : আসামি শ্রাবণ গ্রেপ্তার

০৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা ইভান হত্যাকাণ্ড : আসামি শ্রাবণ গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি: :

চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আসকার বিন তারেক ওরফে ইভান নামে এক ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় শ্রাবণ দে (২০) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শ্রাবণ দে পটিয়া উপজেলা ধলঘাট ইউপির মৃত অজিত দে’র ছেলে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসকার বিন তারেক হত্যা মামলার এজাহারনামীয় আসামি শ্রাবণকে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রিমান্ডের আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ২২ এপ্রিল প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন আসকার বিন তারেক ওরফে ইভান নামের এক ছাত্রলীগ কর্মী। আসকার বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার একদিন পর আসকারের বাবা কোতোয়ালি থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় ১০–১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

 

শেয়ার