কয়েক মাসেরও বেশি সময় ধরে অনলাইনে ভারতের সামাজিক যোগাযোগ অ্যাপ স্লিকের অভ্যন্তরীণ তথ্য উন্মুক্ত অবস্থায় পড়েছিল। এর মধ্যে স্কুলে যাওয়া শিশুসহ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য রয়েছে।
২০২২ সালের ১১ ডিসেম্বর থেকে পুরো নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ ও স্লিকে ব্যবহৃত প্রোফাইল পিকচারসংবলিত তথ্য উন্মুক্ত অবস্থায় ছিল। সেখানো কোনো পাসওয়ার্ডও ব্যবহার করা হয়নি। ২০২২ সালের নভেম্বরে উনাঅ্যাকাডেমির নির্বাহী আরচিত নন্দার মাধ্যমে স্লিকের আত্মপ্রকাশ হয়। ক্রিপ্টো থেকে সরে আসার পর এবং আগের স্টার্টআপ কয়েনমিন্ট বন্ধ করার পর নতুন এ প্রকল্প বাস্তবায়ন করেন তিনি।
অ্যান্ড্রয়েড ও আইওএস দুটি প্লাটফর্মেই স্লিক অ্যাপটি কাজ করে। এটি যুক্তরাষ্ট্রে প্রচলিত প্রশংসামূলক অ্যাপ গ্যাসের অনুরূপ। স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অ্যাপটি ব্যবহার করে বন্ধুদের সঙ্গে ও নিজেদের মধ্যে বেনামে কথা বলতে পারে। ক্লাউড ডিফেন্সের নিরাপত্তা গবেষক অনুরাগ সেন ফাঁস হওয়া তথ্যের বিষয়ে জানতে পারেন এবং প্রতিষ্ঠানটিকে জানাতে যোগাযোগ করেন।