Top

হয়ে গেলো কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর দুর্লভ ১৯টি গিটারের দিনব্যাপী প্রদর্শনী

১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১:১১ অপরাহ্ণ
হয়ে গেলো কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর দুর্লভ ১৯টি গিটারের দিনব্যাপী প্রদর্শনী
চট্টগ্রাম প্রতিনিধি: :

মঞ্চে দাঁড়িয়ে শিল্পীরা গাওয়া শুরু করলেন- ‘এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহুদূরে- সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে…’ গান। কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর অমর এই গানের সুর কানে আসতেই তার সঙ্গে কণ্ঠ মেলাতে লাগলেন কয়েকশ’ দর্শনার্থী। আইয়ুব বাচ্চু দূরে, বহুদূরে চলে গেলেও তার ফেলে যাওয়া রুপালি গিটার দেখতে যারা ওয়েস্টার্ন এলায়েন্স হোটেলের হলরুমে এসেছিলেন ‘অশ্রু গোপন রেখে’।

শনিবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের এই তারকা হোটেলে আইয়ুব বাচ্চুর দুর্লভ ১৯টি গিটার ও ব্যবহৃত পোশাক নিয়ে দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়। আইয়ুব বাচ্চুর শহর চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে ভিড় করেন তার ভক্তরা। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলআরবি’র চেয়ারম্যান ফেরদৌস আক্তার চন্দনা।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মৃত্যুর আগে আইয়ুব বাচ্চুর কয়েকটি ইচ্ছে ছিল। এর মধ্যে চট্টগ্রামে একটি মিউজিয়াম করার ইচ্ছে ছিল তার। আমরাও চাই চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর স্মৃতি নিয়ে একটি মিউজিয়াম হোক।

তিনি বলেন, আইয়ুব বাচ্চু তার গানের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এই প্রদর্শনীতে হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে মানুষ এখনও তাকে মনে রেখেছে।

প্রদর্শনীতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে চট্টগ্রামের ৮টি জনপ্রিয় ব্যান্ড দল একে একে আইয়ুব বাচ্চুর কালজয়ী সব গান গাইছেন। ভক্তরাও তাদের সুরে কণ্ঠ মিলিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠছেন। গানের ফাঁকে ফাঁকে হলরুমের দেয়ালে টাঙানো আইয়ুব বাচ্চুর ১৯টি দুর্লভ রুপালি গিটার ঘুরে দেখছেন। সেলফি তুলছেন। আইয়ুব বাচ্চুর জীবনী নিয়ে লেখা ‘রুপালি গিটার’ কিনছেন। চোখের সামনে প্রিয় শিল্পীর জামা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিদ হোসেন নামের আইয়ুব বাচ্চুর একজন ভক্ত বলেন, আইয়ুব বাচ্চু মানেই গিটারে সুরের ঝড়। যেসব গিটারে সুর তুলে কোটি মানুষের মনে ঝড় তুলেছেন আইয়ুব বাচ্চু আজ সেই গিটারগুলো চোখের সামনে। রূপালি গিটার ফেলে আইয়ুব বাচ্চু দূরে- বহুদূরে চলে গেলেও অশ্রু গোপন করে তা দেখতে এসেছি। অন্যরকম ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে গিটারগুলোতে আইয়ুব বাচ্চুর ছোঁয়া এখনও লেগে আছে।

চাটগাঁর ছেলে আইয়ুব বাচ্চুর নিজের শহরে ব্যতিক্রমী এই প্রদর্শনীর আয়োজন করে শিল্পীর নিজের গড়া ব্যান্ড এলআরবি, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সার্বিক সহযোগিতা দেয় স্বেচ্ছাসেবী সংগঠন চাটগাঁইয়া নওজোয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চাটগাঁইয়া নওজোয়ান’র সভাপতি জামাল আহমেদ, পিয়াল রহমান ও এলআরবি’র গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ।

 

শেয়ার