মারা গেছেন বলিউডের প্রবীণ অভিনেতা জাভেদ খান আমরোহি। মঙ্গলবার মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা। শ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুরকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে পাশ করার পর সত্তরের দশকে ক্যারিয়ার শুরু করেন জাভেদ খান আমরোহি। ‘আলিবাবা মর্জিনা’, ‘প্রেম রোগ’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘লগান’ ও ‘চাক দে! ইন্ডিয়া’র মতো শতাধিক সিনেমায় অভিনয় করেছেন পার্শ্ব চরিত্রে। বিশেষ করে ‘লগান’ সিনেমায় তার ক্রিকেটের ধারাভাষ্য বহুদিন দর্শকদের মনে রয়ে যাবে।
হিন্দি সিরিয়ালেও অভিনয় করেছেন জাভেদ খান আমরোহি। অবশ্য অভিনেতার সবচেয়ে বেশি টান ছিল মঞ্চের প্রতি। সত্তরের দশক থেকেই ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য ছিলেন তিনি। শেষের কয়েকটা দিন মঞ্চেই অভিনয় করেছেন।