Top
সর্বশেষ

ইবি ভিসির কণ্ঠসদৃশ ফোনালাপ ফাঁস, নিয়োগ বোর্ড স্থগিত

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ
ইবি ভিসির কণ্ঠসদৃশ ফোনালাপ ফাঁস, নিয়োগ বোর্ড স্থগিত
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদ এবং মেডিকেল অফিসার পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করেছে কর্তৃপক্ষ। রোববার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি সূত্রে বলা হয় , অনিবার্য কারণে আগামী ২০শে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মেডিক্যাল অফিসার পদ, ২২শে ফেব্রুয়ারি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক পদ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক পদের নিয়োগ নির্বাচনী বোর্ডের সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পদগুলোর নিয়োগ নির্বাচনী বোর্ডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

এর আগে পৃথক দুইটি ফেসবুক আইডি থেকে ১৬ ও ১৭ই ফেব্রুয়ারি ভিসির ‘কণ্ঠসদৃশ’ পরপর পাঁচটি ফোনালাপের অডিও প্রকাশ করা হয়। অডিওগুলোতে নিয়োগ বোর্ড, চাকরির প্রশ্নপত্র ফাঁস, চাকরির বিনিময়ে আর্থিক লেনদেন ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারির নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিসিকে (?) কথা বলতে শোনা যায়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৭ই ফেব্রুয়ারি ইবি থানায় জিডি করা হয়।জিডি নাম্বার ৬৭২। এই ঘটনায় নিন্দা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরাম’। তারা অডিওর বিষয়ে ভিসিকে অবস্থান পরিষ্কার করার কথা বলেছেন। এছাড়া এই ঘটনার প্রেক্ষিতে ভিসির কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের ডে লেবার ও সাবেক ছাত্রলীগ নেতারা।

এসময় ভিসির অপসারণ দাবি করে তার বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ভিসি ড. শেখ আবদুস সালাম বলেন, অডিও ফাঁসের জন্য নিয়োগবোর্ড স্থগিত করা হয়েছে বিষয়টি এমন নয়। যেহেতু এতবড় একটা ঘটনা ঘটলো সেহেতু আমারা শিক্ষক-কর্মকর্তা সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবো।

শেয়ার