মীরসরাইয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় মীরসরাই ক্যাফে হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে কৃষি জমির মাটি কাটার দায়ে একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়। এছাড়াও লাইসেন্স এবং অনুমোদনহীন ভাবে অস্ব্যাস্থকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির দায়ে মীরসরাই ক্যাফেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ ব্যাপারে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে স্কুল কলেজে ক্লাস চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে ক্যাফেতে বসে আড্ডা দেয়ায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সতর্ক করা হয় এবং তাদের অভিভাবকদের এ ব্যাপারে খেয়াল রাখার জন্য অনুরোধ করা হয় । উল্লেখ্য, জনস্বার্থে এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।