ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রীকে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী তাবাসসুমের বিরুদ্ধে। এ ঘটনার তদন্তের জন্য গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) একটি তদন্ত কমিটি গঠন করে শাখা ছাত্রলীগ।
সংগঠন সূত্র জানায়, শাখা ছাত্রলীগের সহ সভাপতি মুন্সি কামরুল হাসান অনিককে আহবায়ক করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে সংগঠনটি। কমিটির অন্য সদস্যরা হলেন সংগঠনটির সহ সভাপতি বনি আমিন, সহ সভাপতি রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। এদিকে কমিটি গঠন করার আজ শনিবার চতুর্থ কার্যদিবস তাদের। আগামীকাল রবিবার শেষ হচ্ছে তাদের তদন্ত কার্যক্রম।
কমিটির অগ্রগতির বিষয়ে তদন্ত কমিটির সদস্য বনি আমিন বলেন, তদন্তের জন্য আমরা ৫ কার্যদিবস সময় নিয়েছি। আমরা আজকেও হলে গিয়েছিলাম। যারা অভিযুক্ত ও আশেপাশের অনেকের স্টেটমেন্ট নিয়েছি। সবার স্টেটমেন্ট নিয়ে পর্যালোচনা করে প্রতিবেদন সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে কেন্দ্রে পাঠাবো।
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ছাত্রলীগে কোন অপরাধীর ঠাঁই হবে না। আমাদের শাখা ছাত্রলীগের সহ-সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে আমরা তার সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি করেছি। যারা তদন্ত কমিটির দায়িত্বে আছে তারা ইতোমধ্যে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। তথ্য উপাত্তর উপর ভিত্তি করে অভিযুক্তদের উপর কোনো অভিযোগ পাওয়া গেলে কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক বরাবর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাবো।
প্রসঙ্গত, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর র্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠে। ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী ও তার অনুসারীরা নির্যাতন চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ ঘটনায় ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দেন।