Top

‘সব দোষ আমার, যা বলার আমাকেই বলুন

২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪০ পূর্বাহ্ণ
‘সব দোষ আমার, যা বলার আমাকেই বলুন
বিনোদন ডেস্ক :

বেশ কয়েকদিন ধরেই চুটিয়ে প্রচার চালাচ্ছেন অক্ষয় কুমার। সেলফি ছবির জন্য চুটিয়ে নিজস্বীও তুলছেন তিনি। কিন্তু, এত কিছুর মধ্যেও বক্স অফিস কী বলছে? এতটুকু আশার আলোও কি দেখতে পেল সেলফি? অক্ষয় কুমার হিন্দি সিনেমায় তাঁর প্রজন্মের সবচেয়ে সফল অভিনেতাদের মধ্যে একজন। প্রায় ৩২ বছরের কেরিয়ারে তিনি বেশ কয়েকটি হিট ছবি উপহার দিয়েছেন। কিন্তু, গত কয়েক বছর তেমন সাফল্যের মুখ দেখতে পারছেন না অভিনেতা। সূর্যবংশীর পর থেকে তার প্রতিটি ছবিই বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তাঁর সম্প্রতি মুক্তপ্রাপ্ত ছবি সেলফির প্রথম দিন মাত্র ২.৫৫ কোটি মাত্র আয় হয়েছে।

সেলফি মুক্তির আগে দেওয়া একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে অক্ষয় এই ফ্লপগুলির বিষয়ে কথা বলেছেন। এবং স্বীকার করেছেন যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি এর জন্য দায়ি। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেতা জানিয়েছেন, “আমার সঙ্গে এটি প্রথমবার ঘটেনি। একটা সময় ছিল যখন একের পর এক আমার ১৬টি ছবি ব্যবসা দিতে পারেনি। আরেকবার আমার আটটি ছবি কাজ দেয়নি। তাই আমি মনে করি একটা ছবি না চলাটা আমার নিজের দোষ। দর্শক পরিবর্তিত হয়েছে এবং আমাকেও পরিবর্তন করতে হবে নিজেকে এবং পুনরায় কাজ করতে হবে। আপনাকে ভেঙে ফেলতে হবে নিজেকে এবং আবার নিজেকে তৈরি করতে হবে। কারণ, দর্শকদের অন্য কিছু দেখাতে হবে। আমি যা করছি সবটাই চেষ্টা করছি।”

অক্ষয়ের কর্মজীবনের পরিবর্তন কীভাবে হয়, কে তাঁকে প্রভাবিত করেছিল জানতে চাওয়া হয়েছিল অভিনেতার থেকে। তাঁর উত্তর ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষারোপ করার চেষ্টা করেননি। “এটি শুধু আমার জীবনের গল্প নয়, এটি সবার সঙ্গেই ঘটে। কারণ, এটি একটি স্বাভাবিক দিক যে দিনের পর রাত এবং রাতের পর সকাল হবেই। প্রতিটি ব্যবসা হিট হতে পারে না, প্রতিটি ক্রিকেটার প্রতিবার সেঞ্চুরি করতে পারে না। আমি সবাইকে বলতে চাই যে কাউকে দোষ দেওয়া বন্ধ করুন। দর্শকদের দোষারোপ করবেন না। এটা আমার দোষ।” বললেন অভিনেতা।

অক্ষয় কুমার এবং ইমরান হাশমি অভিনীত ছবি সেলফি মুক্তি পেয়েছে শুক্রবার। দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও ভালো রিভিউ পেয়েছে ছবিটি। তবে মুক্তির প্রথম দিনে ছবিটি যে পরিমাণ টাকা ঘরে এনেছে তা অত্যন্ত হতাশার বলা যেতেই পারে। সুপারস্টারের এই ছবিটি বক্সঅফিসে প্রথম দিনে ১.৩০ কোটি টাকা নিতে উপার্জন করতে সক্ষম হয়েছে কারণ। অন্যদিকে, কার্তিক আরিয়ানের শেহজাদার প্রথমদিকের রেকর্ডকে হারাতে পারেনি। প্রায় ২.৯২ কোটি টাকা আয় করেছে প্রথম দিন শেহজাদা। বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শের টুইট করে অক্ষয় কুমারের সেলফির বক্স অফিস এত কম হওয়ার কথা তুলে ধরেছেন। এত পরিমাণ প্রচারের পরও যে এমন ফল হতে পারে, তা সত্যিই ভাবতে পারেননি কেউই।

অক্ষয় কুমারের অনুরাগীরা ছবির অনন্য স্ক্রিপ্ট নিয়েও ভীষণই আশাবাদী ছিলেন। কিন্তু, ছবিটি যে পরিমান বক্স অফিসে উপার্জন করেছে তা অত্যন্ত হতাশাজনক বলা যায়। এক্ষেত্রে অনেকেই বলতে পারেন বক্স অফিস তো আর আসল কথা নয়। তবু টাকার অঙ্ক কম হওয়া যে একটা বড় প্রভাব ফেলে তা বলাই যায়।

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এখানেও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেছেন, কীভাবে অক্ষয় কুমারের ছবি বক্স অফিসে কম নম্বর অর্জন করেও সুপারস্টারের তকমা নিয়ে কোনও উপহাস তাঁকে পেতে হচ্ছে না। ব্যর্থতার জন্য কেউ তাঁকে দায়ি করবে না।

অক্ষয় কুমারকে কঙ্গনা রানাউতের পুরুষ সংস্করণও বলা হয়েছিল। সে কারণেই অভিনেত্রী সেলফি অভিনেতার ব্যর্থতা সত্ত্বেও একই কারও কোনও প্রতিক্রিয়া না থাকায় ক্ষোভপ্রকাশ করেছেন।

ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই সেলফিকে বক্স অফিসে ব্যর্থ বলে ঘোষণা করা হয়েছে। এবং বলাবাহুল্য এটি অক্ষয় কুমারের ষষ্ঠ ছবি যা বক্স অফিসে তেমন ছাপ ফেলতে পারল না।

অভিনেতার এভাবে নিজেকে ১০০ শতাংশ দায়ি করা সত্যিই অবাক করেছে ভক্তদেরও। তিনি বারবারই বলেছেন, অন্যকে দোষারোপ করে নয়। কোনও কিছু ভালো করার জন্য প্রয়োজনে নিজেকে পরিবর্তন করতে হবে। রাজ মেহতা পরিচালিত সেলফিতে ইমরান হাশমি, ডায়ানা পেন্টি, নুশরাত ভারুচা, অভিমন্যু সিং এবং মেঘনা মালিকের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। মালয়ালম ফিল্ম ড্রাইভিং লাইসেন্সের রিমেক এই ফিল্মটি প্রথম দিনের উপার্জিত আয় মনে করা হচ্ছে বিগত ১৪ বছরের মধ্যে অক্ষয়ের সর্বনিম্ন ওপেনিং ছবি।

শেয়ার