আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছে না যাওয়ার পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যে উদ্দেশ্যে গুচ্ছ পদ্ধতি চালু হয়েছে তা ব্যর্থ হয়েছে দাবি করে রোববার কার্যনির্বাহী পরিষদের সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার এসব তথ্য জানিয়েছেন।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক তপন কুমার জোদ্দার। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইবির সমৃদ্ধ ঐতিহ্য ও স্বকীয়তা রয়েছে। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া অধিকতর সহজ ও নির্বিঘ্ন হবে এমন প্রত্যাশায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে ইবি গুচ্ছে অংশগ্রহণ করে। কিন্তু পরবর্তীতে দেখা যায়, গুচ্ছে সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রিতায় শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকে আরো জটিল করে তুলেছে। এরই প্রেক্ষিতে ইবি শিক্ষক সমিতি ২০২১-২০২২ শিক্ষাবর্ষে নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থী ভর্তির পক্ষে মত প্রদান করেন। পরবর্তীতে ইবি প্রশাসন গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার জটিলতাসমূহ নিরসনের আশ্বাস দেয়।
শিক্ষক সমিতি শর্ত স্বাপেক্ষে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়টা মেনে নেন। কিন্তু গুচ্ছে ভর্তি প্রক্রিয়ায় জটিলতা, ভোগান্তি ও দীর্ঘসূত্রিতা আরও বৃদ্ধি পেয়েছে বলে লক্ষ্য করেছি। যেকারণে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতার বিষয়ে জনমনে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে শিক্ষক সমিতি গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্ত লিখিতভাবে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারকে জানিয়েছে। এরপরেও সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় সভায় ভিসির অংশগ্রহণ এবং গণমাধ্যমে পূর্ববর্তী ২২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ সংক্রান্ত খবরে শিক্ষকদের মাঝে বিরুপ প্রভাব পড়েছে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষক সমিতি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার বিষয়টি দৃঢ়ভাবে পূণব্যক্ত করছে।
শিক্ষক সমিতির সভাপতি ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আগে স্বতন্ত্র পরীক্ষা নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় সুনাম কুড়িয়েছে। কিন্তু গুচ্ছে যাওয়ার ফলে নির্দিষ্ট সময়ে শিক্ষার্থী ভর্তি সম্ভব হচ্ছে না। ভোগান্তি কমার পরিবর্তে আরও বেড়েছে। তাই আমরা শিক্ষক সমিতি গুচ্ছতে না যাওয়ার পক্ষে মত দিয়েছি। এখন পর্যন্ত আমরা সকল শিক্ষক গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্তে অটল আছি।