ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুশাসন প্রতিষ্ঠার লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রশাসন ভবনের সভাকক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২২-২৩ এ প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের সভাপতিত্বে এ সমন্বয় সভায় অংশগ্রহণ করেন বিভাগসমূহের ফোকাল পয়েন্ট, এপিএ সংশ্লিষ্ট কমিটির ফোকাল পয়েন্ট, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।
সভা পরিচালনা করেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা চন্দন কুমার দাস। সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোস্তফা আরীফ, হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি প্রফেসর ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দীন এবং দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ ইকবাল হোছাইন।