Top

ডিআইইউতে ভাষা আন্দোলন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ
ডিআইইউতে ভাষা আন্দোলন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ডিআইইউ প্রতিনিধি :

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত ভাষার মাসে শিক্ষার্থীদের জ্ঞান আহরণের প্রয়াসে ‘সমাজতাত্ত্বিক চিন্তাধারা-২য় পর্ব’ এর “ভাষা ও ভাষা আন্দোলন: ইতিবৃত্ত ও তাৎপর্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন (বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ এর উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শওকত আরা হোসেন। সেমিনারে সভাপতিত্ব করেন ডিআইইউ এর সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জমশেদুর রহমান।

সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড.জাহিদুল ইসলাম, ডিআইইউ এর সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাহমিনা খান,সহযোগী অধ্যাপক আব্দুর রহিম মোল্লা,সহযোগী অধ্যাপক ফজলুল হক পলাশ, সহকারী অধ্যাপক তানজিলা শবনম, প্রভাষক ড. শামীম হামিদী, প্রভাষক তাফহিমুল ইসলাম, প্রভাষক তৌহিদুজ্জামান, প্রভাষক বুশরা ইসলাম, প্রভাষক সোহেল রানা, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষকমণ্ডলী ও সমাজবিজ্ঞান বিভাগ সহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীবৃন্দ ।

শেয়ার