ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে “ইনট্রোডাকশন টু টুয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি স্কিলস” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গগণ হরকরা গ্যালারি কক্ষে কর্মশালাটি শুরু হয়। পৃথক দুইটি সেশনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের অনলাইন প্লাটফর্ম বিওয়াইসিএলএক্স এর ফ্যাকাল্টি মেসবাহ উদ্দিন হাসিব ও সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ রিসান। এসময় অতিথি ছিসেবে সংগঠনটির সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম ও কমিউনিকেশন লিড সামিহা আক্তার চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক সামিহা চৌধুরী প্রিয়া।
এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি আশিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম ইমরান, সাংগঠনটিক সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ, দপ্তর সম্পাদক রনি সাহা, সহকারী কোষাধ্যক্ষ প্রতাপ পাল, হেড অব মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন পল্পব আহমেদ সিয়াম, হেড অব আইটি অ্যান্ড ডিজাইন মুসাদ্দিকুর রহমান ফাহিম উপস্থিত ছিলেন। এছাড়াও সাজ্জাদ হোসেন সৈকত, অনন্যা রহমান, শিহাব উদ্দিন, রবিন ও সুকান্ত দাস সহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, “ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়্যার” স্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ১৭ অক্টোবর শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সচেতনতা ও সার্বিক সহযোগিতার লক্ষ্যে যাত্রা শুরু করে ইবি ক্যারিয়ার ক্লাব।