Top
সর্বশেষ

ইবিতে লোকপ্রশাসন দিবস উদযাপন

০১ মার্চ, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
ইবিতে লোকপ্রশাসন দিবস উদযাপন
ইবি প্রতিনিধি : :

‘‘লোকপ্রশাসনের অঙ্গিকার, সুশাসন ও জনবান্ধব সরকার” প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, পিঠা উৎসব, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করেছে লোকপ্রশাসন বিভাগ। বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণের বুধবার বেলা ১১টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে র‌্যালি শুরু হয়।

র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলয়াতনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগের সভাপতি ড. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এ কে এম মতিনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক ড. ফকরুল ইসলাম। এসময় প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ, বিভাগের শিক্ষক ড. বেগম রোকসানা মিলি, অধ্যাপক মোহাম্মদ সেলিম, ড. জুলফিকার হোসেন ও অধ্যাপক মো গিয়াস উদ্দিনসহ বিভাগের অন্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগের কৃতী শিক্ষার্থীদের মাঝে ‘চেয়ারম্যান অ্যাওয়ার্ড’ এবং একজন অসচ্ছল শিক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি ড. মো মাহবুবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লোকপ্রশাসন বিভাগ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য একটি বিভাগ। তোমরা এমন একটা বিভাগের শিক্ষার্থী যাদের কথা বার্তা, চলাফেরা দেখে অন্যরা শিখবে এবং তোমাদের মাধ্যমেই সামাজিক বিশৃঙ্খলা দূর হবে। স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা যথাযথ ভূমিকা রাখবে বলে মনে করি।

উল্লেখ্য, ১৯৯০-১৯৯১ শিক্ষাবর্ষ হতে বিভাগটি যৌথভাবে রাষ্ট্রনীতি ও লোকপ্রশান বিভাগ হিসেবে যাত্রা শুরু করে এবং ২০১৫ সালে স্বতন্ত্র বিভাগ লোকপ্রশাসন হিসেবে প্রতিষ্ঠা পায়। বর্তমানে বিভাগে ৫টি ব্যাচে প্রায় ৪০০ শিক্ষার্থী অধ্যয়নরত।

শেয়ার