চট্টগ্রামের লোহাগাড়ায় দেশীয় অস্ত্র, গুলিসহ চার জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান নাথপাড়ার ডা. এসকে নাথের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি অস্ত্র, ২৩ রাউন্ড কার্তুজ, ১ রাউন্ড পিস্তল ও ৯১ রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করা হয়।
আটকরা হলেন, লোহাগাড়া আমিরাবাদ মল্লিক ছোবহান নাথপাড়া এলাকার মৃত সুনীল কুমার নাথের ছেলে বিশ্বজিৎ নাথ শিবু (৪৩) ও রাজিব নাথ (৩০), চট্টগ্রাম নগরের পাঁচলাইশের পশ্চিম ষোলশহর নাজির পাড়া এলাকার মানিক রঞ্জন নাথের ছেলে অভিরাম নাথ (৩১) এবং কক্সবাজারের চকরিয়া ডুলহাজারা রংমহল এলাকার মিলন চন্দ্র নাথের ছেলে শংকর নাথ (৪৩)।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী তপন নাথ গংদের উপর হামলা করার জন্য বিশ্বজিত নাথ অস্ত্র ও গুলি মজুদ করেছে- এমন গোপন সংবাদ জানতে পেরে অভিযান পরিচালনা করি। এসময় বিশ্বজিৎ নাথ শিবুর দ্বিতল মাটির বসত ঘর থেকে ২টি দেশীয় তৈরি এলজি, ২৩ রাউন্ড কার্তুজ, ১ রাউন্ড পিস্তলের গুলি, ৯১ রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করা হয়। সাথে চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার (২ মার্চ) সকালে আদালতে সোপার্দ করা হয়েছে।