বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও ভোটদানে জনসচেতনতা সৃষ্টির মধ্যদিয়ে রংপুরে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। বৃসহস্পতিবার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবস উদযাপনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রংপুর টাউন হল মিলনায়তনে ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ ¯েøাগানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সায়ফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন। শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানে নির্বাচন কমিশন, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।