Top
সর্বশেষ

ইবিতে ছাত্রী নির্যাতন, পছন্দের হলে সিট পেলো ফুলপরী

০৪ মার্চ, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ
ইবিতে ছাত্রী নির্যাতন, পছন্দের হলে সিট পেলো ফুলপরী
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরীসহ ৫ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

শনিবার (০৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ভিসি ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বেলা ১২ টা থেকে পৌনে ২টা পর্যন্ত সভা চলে। সভা শেষে প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে না এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

এদিকে শনিবার বাবার সঙ্গে ফের ক্যাম্পাসে আসেন ভুক্তভোগী ফুলপরী। নতুন আবাসিক হলে উঠার জন্য আবেদন করার পাশাপাশি সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেন তিনি। পরে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক হল কর্তৃপক্ষ তাকে তার পছন্দমতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সিট বরাদ্দ দিয়েছে।

সংশ্লিষ্ট হল প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান বলেন, ‘ফুলপরী দেশরত্ন শেখ হাসিনা হল ছেড়ে দিয়েছে এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে উঠার জন্য লিখিতভাবে আবেদন করেছে। এরই প্রেক্ষিতে তাকে একটি কক্ষে সিট বরাদ্দ দেয়া হয়েছে। যেহেতু হাইকোর্টের নির্দেশনা ছিলো, সেজন্য ফুলপরীকে সিঙ্গেল সিট দেয়া হয়েছে।’

ফুলপরী বলেন, দেশরত্ন শেখ হাসিনা হলে আমার ভয় ও শঙ্কা রয়ে গেছে। এজন্য হল পরিবর্তন করেছি। তিনি আরও জানান, আমার সঙ্গে যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের স্থায়ী বহিষ্কার চাই, পরবর্তীতে কেউ যেন আর কারোর সঙ্গে এমন কিছু না করতে পারে সেটাই আমার চাওয়া।

এ বিষয়ে প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ফুলপরীকে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে ক্যাম্পাসে আনা হয়েছে। ক্যাম্পাসে অবস্থানকালীন তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সচেষ্ট থাকবো।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, আমরা ফুলপরীকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছি। সে হলে থাকবে ও নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। তাকে সিঙ্গেল সিটে রাখা হয়েছে।

এর আগে গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি দুই দফায় দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে এক নবীন ছাত্রীকে রাতভর র‌্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ তার সহযোগীরা। ভুক্তভোগী ফুলপরী খাতুন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১৫ই ফেব্রুয়ারি পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ ও শাখা ছাত্রলীগ। এছাড়া হাইকোর্টের নির্দেশেও একটি তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন। তদন্ত প্রতিবেদনে নির্যাতনের সত্যতা পান হাইকোর্ট। পরে ১লা মার্চ জড়িত পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার, ভুক্তভোগীকে তার পছন্দমতো সিট বরাদ্দ দেয়া ও দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট হল প্রভোস্টকে প্রত্যাহারের নির্দেশ দেন হাইকোর্ট। ওই দিনই শেখ হাসিনা হল প্রভোস্টকে প্রত্যাহার করে প্রশাসন।

নির্যাতনে জড়িতরা হলেন, শাখা ছাত্রলীগ সহসভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম, আইন বিভাগের ইসরাত জাহান মিম, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি ও ফিন্যান্স বিভাগের মুয়াবিয়া জাহান। অন্তরা বাদে সকলেই ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী। তারা সকলেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এই ঘটনায় গত ১লা মার্চ পাঁচজনকেই সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শেয়ার