Top
সর্বশেষ

বৃত্তি পেল সেই অদম্য মাহফুজ

০৪ মার্চ, ২০২৩ ৯:৪১ অপরাহ্ণ
বৃত্তি পেল সেই অদম্য মাহফুজ
নোবিপ্রবি প্রতিনিধি :

বৃত্তি পেল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা সাবেক স্পিকার আব্দুল মালেক উকিল হলের ক্যান্টিন বয় হিসেবে কাজ করা দিনমজুর বাবার সন্তান মাহফুজুর রহমান মাহফুজ। এর আগে গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। শনিবার (৪ মার্চ) বিকেলে প্রেসক্লাবের কার্যালয়ে তার হাতে বৃত্তি তুলে দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্রের লিন সিটি হলের উপদেষ্টা ও নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী তানভীর মুরাদ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মহিবুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ উদ্যোক্তা শেখ আদনান মাহমুদ, সাবেক ছাত্রনেতা মো. আব্দুল মাজেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের প্রমুখ। বৃত্তি পেয়ে মাহফুজ বলেন, আমি অনেক খুশি আমাকে বৃত্তি দেয়ার জন্য। কাজের পাশাপাশি আমি পড়াশোনা করব। ভাইয়াদের বিশ্ববিদ্যালয়ে(যেখানে সে কাজ করে) পড়তে চায়।

এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী তানভীর মুরাদ বলেন, ছেলেটি এই বয়সে নিজের পরিবারকে সাপোর্ট দিচ্ছে, সারাদিন কাজ করে রাতে পড়াশোনা করছে। আমি তাকে পড়াশোনায় আরো উৎসাহিত হতে এই বৃত্তি দিয়েছি। সে পড়াশোনা চালিয়ে গেলে ভবিষ্যতেও তাকে সহযোগিতা করব।

প্রসঙ্গত, মাহফুজ রহমান নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া দাখিল মাদরাসার ছাত্র। উপজেলার পূর্ব নূরপুর গ্রামে বাড়ি। তার বাবা সুলতান আহমেদ পেশায় দিনমজুর। ভিটেমাটি ছাড়া আর কোনো জমি নেই মাহফুজদের। সম্প্রতি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন মাহফুজের বাবা। আর সেই ঋণের ভারে আরো বিপর্যস্ত এখন পুরো পরিবার। আর তাই মাহফুজকেও নামতে হয়েছে কাজে।

মাসে সাড়ে সাত হাজার টাকা বেতনে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা সাবেক স্পিকার আব্দুল মালেক উকিল হলের ক্যান্টিন বয় হিসেবে কাজ করছে মাহফুজ। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্যান্টিন বয়ের দায়িত্ব পালন শেষে বাকি সময়টুকু পড়াশোনা করে মাহফুজ। আবার রাতে সে ঘুমায় হলের ক্যান্টিনেই।

শেয়ার