Top

হাতিয়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত অন্তঃসত্ত্বা গৃহবধু , নষ্ট গর্ভস্থ ভ্রুন

০৫ মার্চ, ২০২৩ ১২:০০ অপরাহ্ণ
হাতিয়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত অন্তঃসত্ত্বা গৃহবধু , নষ্ট গর্ভস্থ ভ্রুন
নোয়াখালী প্রতিনিধিঃ :

নোয়াখালী হাতিয়ায় নুসরাত আক্তার (৩০) নামে অন্তঃসত্ত্বা গৃহবধুকে পিটিয়ে তার গর্ভস্থ ভ্রুন নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে গৃহবধুর অবস্থা আশংকাজনক হওয়ায় তার স্বজনরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

আহত নুসরাত আক্তার (৩০) হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো: ফারুকের স্ত্রী। এর আগে শনিবার রাতে গৃহবধুকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক খালেদ সাইফুল্যাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আহত গৃহবধু অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে আল্ট্রসনোগ্রাফি করানো হয়। তাতে দেখা যায় তাঁর গর্ভে দুটি সন্তান রয়েছে। এর মধ্যে একটি নষ্ট হয়ে গেছে। এছাড়া তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ রয়েছে। তাঁর অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাতিয়ার বাহিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

আহত গৃহবধুর স্বামী ফারুক জানান, বাড়ীতে শুকনো পাতা কুড়ানোকে কেন্দ্র করে তাঁর স্ত্রীর সাথে ঝগড়া হয় প্রতিবেশী আশরাফের পরিবারের লোকজনের সাথে। জগড়ার এক পর্যায়ে আশরাফ হোসেন ও তার দুই সন্তান লাটি নিয়ে এসে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে তার স্ত্রীকে। এতে অজ্ঞান হয়ে পড়লে প্রতিবেশীরা উদ্ধার করে ঘরে নিয়ে যায় তাকে। এই সংবাদ পেয়ে তিনি বাজার থেকে এসে স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন আছেন।

তিনি আরো জানান, স্ত্রীর চিকিৎসার কাজে ব্যাস্ত থাকায় থানায় লেখিত অভিযোগ দিতে পারেন নি। তবে মোবাইলে বিষয়টি থানা পুলিশকে জানিয়েছেন।

এই বিষয়ে অভিযুক্ত আশরাফ জানান, বাড়ীতে মহিলাদের সাথে গৃহবধু নুসরাতের ঝগড়া হয়। ঝগড়া থামাতে গিয়ে তাঁর সাথে নুসরাতের হাতাহাতি হয়। তবে তাকে পিটানোর বিষয়টি সঠিক নয় বলে জানান তিনি।

এই ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার