Top

হঠাৎ করেই কোথায় হারিয়ে গেলেন ফাল্গুনী পাঠক

০৬ মার্চ, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ণ
হঠাৎ করেই কোথায় হারিয়ে গেলেন ফাল্গুনী পাঠক
বিনোদন ডেস্ক :

সময়টা ১৯৯৮ থেকে ২০০২ সাল। একের পর এক হিট গান উপহার দিয়ে দর্শক মাতিয়ে রেখেছেন ফাল্গুনী পাঠক। তার গানে মুগ্ধ হননি, এমন শ্রোতা খুঁজে পাওয়া দায়।

কিন্তু হঠাৎ করেই হারিয়ে যান জনপ্রিয় এই গায়িকা। ফাল্গুনী পাঠক অবশ্য হারিয়ে যাননি। নিজের নিজের শর্ত থেকে নড়েননি। তাই স্রোতে গা ভাসাতে চাননি তিনি।

পর পর দুটি অ্যালবাম হিট করার পর ফাল্গুনীর কাছে সিনেমায় গান গাওয়ার অফার আসতে থাকে। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। ফাল্গুনী শো করে, নিজের অ্যালবামের গান গেয়ে আনন্দে ছিলেন।

এক সাক্ষাৎকারে ফাল্গুনী বলেছিলেন, ‘বলিউডকে আমি সিরিয়াসলি নিইনি। বলিউডে কাজের অফার ছিল। কিন্তু সেখানে কাজ করতে হলে আমাকে ডাবল পরিশ্রম করতে হত। তার থেকে আমি লাইভ শো, নিজের গান নিয়ে ভালো আছি।’

অনেকে বলেন, নিজের জেদের জন্যই ফাল্গুনী হারিয়ে যান। তবে আসলে তা নয়। তিনি সজ্ঞানে নিজের রাস্তা বেছেছিলেন। তাই হয়তে আজও তার গান শুনলে তাকে লোকে মনে করতে পারে।

শেয়ার