এবার শাহরুখ-পত্নী কটাক্ষের মুখে। কারণ তার পেশা। তার প্রতিষ্ঠান বাড়ির সাজসজ্জার জিনিসপত্রের অতিরিক্ত দাম নিয়ে শুরু চর্চা। তিনি অনেক তারকাদের বাড়ির ডিজাইন করেছেন, বান্দ্রায় একটি মেক্সিকান রেস্তরাঁ, গোয়ার একটি হোটেল এবং দিল্লিতে একটি বিলাসবহুল বারও ডিজাইন করেছেন।
সম্প্রতি, কিছু ট্রোলার ‘গৌরী খান ডিজাইন’-এ তালিকাভুক্ত তিনটি পণ্যের ছবি শেয়ার করেছেন। সেই তিনটি পণ্যের মধ্যে আছে একটি ডাস্টবিন, একটি শেল টেবিল ল্যাম্প এবং কাঠের পেঙ্গুইন মূর্তি। তার মধ্যে ডাস্টবিনটির মূল্য ১৫ হাজার রুপি বেশি। তা দেখে একজন নেটিজেনর মন্তব্য করেছেন, ’১৫ হাজার রুপির ডাস্টবিন? এই দামের ১/৩০ ভাগ দামে আর্মি ক্যান্টিনে এর চেয়ে অনেক ভালো ডিজাইন পাওয়া যাবে।’
গৌরীর ডিজাইনের আরেকটি পণ্য একটি শেল টেবিল ল্যাম্প, যার মূল্য এক লাখ ৫৯ হাজার ৩০০ রুপি। এত দামি ল্যাম্প বিক্রির জন্য কোম্পানিকে ট্রলড করতে ছাড়েনি কটাক্ষকারীরা। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমার মা শেল ল্যাম্প দেখে বলেছেন, এত টাকায় আমরা আন্দামানে গিয়ে নিজেরাই প্রদীপে ঝিনুক আটকে নেব।’
তৃতীয় পণ্যটি একটি সোনার পাতাসহ কাঠের পেঙ্গুইনের মূর্তি। এই মূর্তির দাম ১২ হাজার ৩৯০ রুপি। তবে কিছু নেটিজেনের মতে মূর্তিটি পেঙ্গুইনের মতো নয়। বলিউড অভিনেতা অনিল কাপুরের ‘ওয়েলকাম’ ছবির বিখ্যাত চরিত্র ‘মজনু ভাই’ পেইন্টিংয়ের সঙ্গে তুলনা করে হয়েছে এই পেঙ্গুইনটির। কমেন্টে পেইন্টিংয়ের ছবি শেয়ার করে একজন লিখেছেন, ‘এই শিল্পের চেয়ে মজনু ভাইয়ের পেইন্টিং ভালো।’
এদিকে সম্প্রতি, এফআইআর দায়ের করা হয়েছে গৌরীর বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) ধারার আওতায় মামলা দায়ের করা হয়েছে। মুম্বাইবাসী জসওয়ান্ত শাহ এই মামলা রুজু করেছেন।