Top
সর্বশেষ

পাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

০৭ মার্চ, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ
পাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
পাবিপ্রবি প্রতিনিধি :

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) পালিত হয়েছে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’।দিবসটি উপলক্ষে র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের নেতৃত্বে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রশাসন ভবন চত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘জনক জ্যােতির্ময়’ পাদদেশে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল খান , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে. এম. সালাহ্ উদ্দিন , রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান, প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. নাজমুল হোসেন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে ‘জনক জ্যােতির্ময়’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল খান , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে. এম. সালাহ্ উদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে উপাচার্য ৭ই মার্চের গুরুত্ব তুলে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

 

শেয়ার