জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) মাদকবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত ও নিহতদের ক্ষতিপূরনের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা দেড় ঘটিকার সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের
সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী আবু রায়হান কবীর রাসেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন৷
মানববন্ধনে ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ব্যবহার করে মদ আনার সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক রিকশাচালক এবং এক মহিলার পেটের বাচ্চাকে মেরে ফেলা হয়। এমন নির্মম ঘটনার তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারাবাহিকভাবে ভ্রুণ হত্যাকারীদের রক্ষা করে চলছে। আশা করেছিলাম যে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হবে দোষীদের শাস্তি হবে। কিন্তু দেখতে পেলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন তাতে কোনো কর্নপাত করছে না। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং এরি সাথে প্রশাসনকে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ দিতে হবে।”
দুর্ঘটনায় আহত নারীর ভাই ফরহাদ হোসেন বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের আঘাতে আমার পরিবারের চারজন মানুষ আহত হয়েছে। আর্থিক অবস্থা বিবেচনায় চারজনের চিকিৎসার ব্যয়ভার বহন করা কঠিন।
সহায়তা চেয়ে মৌখিক এবং লিখিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছি। কিন্তু কোন ধরনের সহায়তা এখন অব্দি পাইনি।”
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সভাপতি ইমতিয়াজ অর্ণব বলেন, ‘ বিশ্ববিদ্যালয় মেডিক্যালের অ্যাম্বুলেন্সের ভয়াবহ অভাব। ইমারজেন্সি কোন রোগীর জন্যও সময় মতো আ্যম্বুলেন্স পাওয়া যায় না। সেখানে দেখা যাচ্ছে মদ আনার জন্য একটা চক্র বিশ্ববিদ্যালয় আ্যম্বুলেন্স ব্যবহার করছে। এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি জানাচ্ছি। এবংদূর্ঘটনায় যে রিকশাচালক মারা গেলো তার পূর্ণ ক্ষতিপূরণ। যে পরিবার এই দুর্ঘটনায় আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয় বহন করে যেনো বিশ্ববিদ্যালয় প্রশাসন।”
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোরিকশাচালক আব্দুল কুদ্দুস(৩০) নিহত হন। আহত হন ওই অটোরিকশায় থাকা অন্তঃসত্ত্বা নারী, তাঁর স্বামী-সন্তান ও ভাতিজি। দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীর চার মাসের গর্ভের সন্তান মারা যায়।
২৭ জানুয়ারি মওলানা ভাসানী হলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনীর অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানের জন্য রাজধানী থেকে মদ আনার জন্য অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হয়েছিলো। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সটিতে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক রিফাত চৌধুরী ও উপ-অর্থ সম্পাদক আহসান হাবিব ইমন।