চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট কুমিরা এলাকায় ইউনিটেক্স গ্রুপের তুলার গুদামে লাগা আগুন এখনও নেভেনি। পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, ‘এখানে আশপাশে ৩টি পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে। এছাড়া এখানে পানির রিজার্ভ নেই। তাই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আমরা আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে স্পেশাল পানির রিজার্ভ এনেছি।’
জানা যায়, ছোট কুমিরার ১ একর ৯৪ শতক জায়গায় অবস্থিত গোডাউনটির মালিক সীতাকুণ্ডের এস এল শীপ ব্রেকিং ইয়ার্ডের স্বত্ত্বাধিকারী লোকমান হোসেন। কয়েক বছর আগে তিনি গোডাউনটি ইউনিটেক্স গ্রুপকে ভাড়া দেয়। এরপর থেকে ইউনিটেক্স গ্রুপ তাদের স্পিনিং মিলের তুলার জন্য গোডাউনটি ব্যবহার করে আসছে। প্রতিদিন ট্রাক যোগে টনে টনে তুলা সেখানে স্তূপ করা হতো।
শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় গোডাউনটিতে হঠাৎ আগুন ধরে যায়। এসময় মুহূর্তেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। কুমিরা ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে আগুনের ভয়াবহতা বুঝতে পেরে সীতাকুণ্ড ও আগ্রাবাদে খবর দেয়া হয়। পরে ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ৩ ঘণ্টা পার হলেও এখন নেভেনি আগুন।
এদিকে তুলার গোডাউনে লাগা আগুনের উত্তাপ আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই নিরাপদে সরতে শুরু করেছেন। আগুনের উত্তাপে এলাকায় টেকা দায় হয়ে পড়েছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, মাঝখানে আমরা পানি সংকটে পড়েছিলাম। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। পরে পাশের নেমসন ডিপোর পানির ট্যাংক থেকে আমরা পাইপ সংস্থাপন করি। একইসাথে গ্রামের পুকুরেও পাইপ লাগানো হয়৷ বর্তমানে এ দুটি উৎস থেকে আগুন নেভাতে পানির যোগান দেয়া হচ্ছে। যা দিয়ে আরও দুই ঘণ্টা কাজ করা যাবে বলে আশা করছি। তবে ঠিক কতক্ষণে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে তা বলা যাচ্ছে না।
জানতে চাইলে ইউনিটেক্স গ্রুপের পরিচালক (স্টেইট) ফারহান আহমেদ বলেন, এখনি কিছু বলতে পারছি না। একটু পরে আমরা মিডিয়ায় ব্রিফ করব। আপনারা আমাদের সহযোগিতা করুন।