চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিপইয়ার্ড, কন্টেইনার ডিপো, অক্সিজেন প্ল্যান্ট, স্টিল রি-রোলিং মিলসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।
গত ১০ বছরে এসব প্রতিষ্ঠানে দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে পাঁচ শতাধিক শ্রমিকের। শুধু ২০২২ সালেই মারা গেছেন ২৩৮ জন শ্রমিক। যার মধ্যে বিএম কনটেইনার ডিপোর দুর্ঘটনাটি ছিল সবচেয়ে ভয়াবহ। যেখানে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারান।
গত ৪ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল (কেশবপুর) এলাকায় ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের’ প্লান্টে ঘটল ভয়াবহ বিস্ফোরণ। এ ঘটনায় নিহত সাত এবং আহত শতাধিক।
এদিকে শনিবার (১১ মার্চ) সীতাকুণ্ডে ছোট কুমিরা এলাকায় ইউনিটেক্স গ্রুপের তুলার গুদামে লাগা আগুনে কোন প্রাণহানির খবর পাওয়া না গেলেও ব্যাপক পণ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার সমন্বয়কারী মোহাম্মদ আলী শাহীন গণমাধ্যমকে জানান, দিন দিন মৃত্যুকূপ হয়ে উঠছে সীতাকুণ্ড। গত দশ বছরে সীতাকুণ্ডের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে প্রাণ গেছে পাঁচ শতাধিক শ্রমিকের। তবে এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে তার ধারণা। কারণ অনেক মৃত্যুর খবর প্রকাশ্যে আসে না।
জানা গেছে, সীতাকুণ্ডে ১৭৯টি শিপইয়ার্ডসহ চার শতাধিক ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। আর এই উপজেলায় বাস করেন কয়েক হাজার শ্রমিক।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) প্রোগ্রাম অফিসার ফজলুল কবির মিন্টু গণমাধ্যমকে জানান, লোকালয়ে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও প্রশাসনের পক্ষ থেকে নজরদারি না থাকা ও মালিকপক্ষের চরম উদাসীনতার কারণে শ্রমিকদের প্রাণহানি ঘটছে। বড় বড় কারখানা করতে পারে, কিন্তু শ্রমিকদের নিরাপত্তায় সবার মধ্যে যথেষ্ট উদাসীনতা রয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান গণমাধ্যমকে জানান, প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। শুধু সীমা অক্সিজেন প্ল্যান্ট নয়, সব কারখানাতেই একই অবস্থা। সীতাকুণ্ড নিয়ে মাস্টারপ্ল্যান করে বড় প্রতিষ্ঠানগুলোর সহায়তায় শ্রমিকদের প্রশিক্ষণের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।