সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজিউমার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২০ দশমিক ১৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৫২ বারে ৩১ হাজার ৮৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৫০ বারে ৩৭ হাজার ৮৬৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ১৯ শতাংশ। কোম্পানিটি ১৩৮ বারে ১০ হাজার ৪৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য৭৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আল-হাজ্ব টেক্সটাইলের ২.২৫ শতাংশ, ফাইন ফুডসের ২.১৪ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ২.১৩ শতাংশ, ওয়াইমেক্স ইলেকট্রোডের ১.২০ শতাংশ, আইটি কনসালটেন্টসের ১.১০ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ০.৯০ শতাংশ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের ০.৬০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস