সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজিউমার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৮৩ বারে ৯ হাজার ৩৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে মনোস্পুল পেপারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৩৩ বারে ৮১ হাজার ৮৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এপেক্স ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৭৫ বারে ৭৫ হাজার ৩২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জুট স্পিনার্সের ২.১৪ শতাংশ, আনলিমায়ার ডাইংয়ের ২.১০ শতাংশ, ইমাম বাটনের ১.৮০ শতাংশ, ইয়াকিন পলিমারের ১.৮০ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১.৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ১.৬১ শতাংশ এবং এডিএন টেলিকমের ১.৫৪ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস