Top
সর্বশেষ

শতাধিক শিক্ষকের অংশগ্রহণে তিতুমীর কলেজে ‘শুদ্ধাচার কর্মশালা’

১৪ মার্চ, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ণ
শতাধিক শিক্ষকের অংশগ্রহণে তিতুমীর কলেজে ‘শুদ্ধাচার কর্মশালা’
তিতুমীর কলেজ প্রতিনিধি :

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। সরকারি কর্মকান্ডের স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।

সোমবার (১৩ই মার্চ) সকাল ১১ টায় সরকারি তিতুমীর কলেজ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন

সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও এপিএ কমিটির আহবায়ক অধ্যাপক মোজাক্কার হোসেন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দিন ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মালেকা আক্তার চৌধুরি।

কর্মশালায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রচারক ও কর্মশালার প্রশিক্ষক আশিকুল হক বলেন, একটি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, দৈনন্দিন কার্যাবলী ও ভবিষ্যৎ কার্যাবলী কীভাবে প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারের কাছে পেশ করবে, কীভাবে তথ্য সংগ্রহ করবে এবং কীভাবে সরকারের নিকট রিপোর্ট পেশ করবে এই সকল বিষয়ে কর্মশালায় শিক্ষকদের শেখানো হয়েছে। শিক্ষকদের নতুন কিছু শেখানো হচ্ছে না, অতীতের কার্যাবলী গুলো কীভাবে সরকারের নিকট পেশ করবে তার একটি ধারা বিবরণী শেখানো হয়েছে।

এই আয়োজন নিয়ে কলেজের ফিন্যান্স বিভাগের শিক্ষক মো. সালাহ উদ্দিন বলেন, এইটা সরকারের একটি কর্মসূচি। কোনো প্রতিষ্ঠানের বার্ষিক কর্মসূচি কীভাবে সম্পাদন করা যায়। এ বিষয়ে প্রোগ্রামে আমাদের শেখানো হয়েছে। যারা এপিএ এর দায়িত্বে আছেন সবাই বিষয় ভিত্তিক কার্যক্রমে সক্রিয় হয়েছেন। সব মিলিয়ে এমন একটি কার্যক্রম আমাদের দরকার ছিল।

শেয়ার