Top

এক সপ্তাহে ব্লকে লেনদেন ২৯৭ কোটি টাকার

০২ আগস্ট, ২০২০ ১২:২৯ অপরাহ্ণ
এক সপ্তাহে ব্লকে লেনদেন ২৯৭ কোটি টাকার

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বিদায়ী সপ্তাহে ৮৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের ২৯৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯৪ কোটি টাকা বা ৪৭ শতাংশ বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে ৮৪টি প্রতিষ্ঠানের ৬ কোটি ২৫ লাখ ২৯ হাজার ৪৩৮টি শেয়ার ৭৮০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৯৬ কোটি ৯০ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে ৭৭ কোম্পানির ৬ কোটি ২৯ লাখ ৬০ হাজার ৩৩৯টি শেয়ার ৪০৬ বার হাত বদলের মাধ্যমে ২০২ কোটি ৩৩ লাখ ৫৪ হাজার টাকার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহে ব্যবাধনে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন ৯৪ কোটি ৫৬ লাখ ৯২ হাজার টাকা বা ৪৬.৭৬ শতাংশ বেড়েছে।

সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি অর্থাৎ ৮৩ কোটি ৬৩ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ কোটি ৯৩ লাখ ৯৮ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ১৮ কোটি ১৩ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসিআইয়ের।

এছাড়া এপেক্স ফুডসের ১০ লাখ টাকার, এপেক্স স্পিনিংয়ের ১০ লাখ টাকার, বারাকা পাওয়ারের ১ কোটি ২৭ লাখ ২৩ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২৫ লাখ ৮৯ হাজার টাকার, ডাচ-বাংলা ব্যাংকের ৯ কোটি ২৭ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ৬ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকার, ফাইন ফুডসের ১ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার টাকার, গ্রামীণফোনের ৪ কোটি ৬৮ লাখ ৭১ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১ কোটি ৩৮ লাখ ৫৮ হাজার টাকার, ইসলামী ব্যাংকের ৬২ লাখ ৪ হাজার টাকার, যমুনা ব্যাংকের ২৬ লাখ ৪২ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫৮ লাখ ৮৬ হাজার টাকার, খুলনা পাওয়ারের ২০ লাখ ১২ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ১৯ লাখ ৭৩ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ১ কোটি ি৭৮ লাখ ৮৫ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ৪২ লাখ ৭৮ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ১৯ লাখ ৩২ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫৯ লাখ ২২ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ কোটি ২ লাখ ৯ হাজার টাকার, পেনিনসুলার ১১ লাখ ৭৫ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৮ লাখ টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৬৬ লাখ ১৭ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ৬৭ লাখ ২২ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৬ লাখ ৫০ হাজার টাকার, সী পার্লের ২ কোটি ৩৩ লাখ ১২ হাজার টাকার, শাহজালাল ইসলামী ব্যাংকের ৭ কোটি ১৭ লাখ ৩৪ হাজার টাকার, সিঙ্গারের ৬ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ কোটি ৯৭ লাখ ১৯ হাজার টাকার, সোনালী আঁশের ৪১ লাখ ৪৯ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ৭ লাখ ৯০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১০ কোটি ৫৩ লাখ ৩৩ হাজার টাকার, এসএস স্টিলের ৪৩ লাখ ৩১ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৪০ লাখ ৭৯ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ২৪ লাখ ৬১ হাজার টাকার, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ১৬ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১২ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৩ কোটি ৭ লাখ ২০ হাজার টাকার, সিটি ব্যাংকের ১৩ কোটি ১৩ লাখ ৮৯ হাজার টাকার, ডিবিএইচের ৫ লাখ ৪২ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ৩৪ লাখ ৭২ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৮ লাখ ২০ হাজার টাকার, ইন্ট্রাকোর ১৫ লাখ ৬৭ হাজার টাকার, ফরচুন সুজের ৫ লাখ ৪ হাজার টাকার, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ১১ লাখ ৬০ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ১২ লাখ ৪০ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৪৬ হাজার ৬১ লাখ টাকার, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৩ কোটি ৬ লাখ ১৮ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ১৩ লাখ ৪২ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ১৬ লাখ ৮০ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ২৫ লাখ ২৮ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ৬৭ লাখ ৮১ হাজার টাকার, বেক্সিমকোর ৬ লাখ ৬৫ হাজার টাকার, বিএসসির ১৬ লাখ ১০ হাজার টাকার, জিকিউ বলপেনের ৩২ লাখ টাকার, কাট্টালি টেক্সটাইলের ৬ লাখ ৪৬ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৫ লাখ ৫ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৯২ লাখ টাকার, এমএল ডাইংয়ের ১০ লাখ ১১ হাজার টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫৯ লাখ ৭০ হাজার টাকার, সায়হাম কটনের ৯৩ লাখ ৮১ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭৩ লাখ ৮০ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ১৪ লাখ ৭১ হাজার টাকার, সুহৃদের ৬৬ লাখ ৬৩ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৫ লাখ টাকার, ফার কেমিক্যালের ৫ লাখ ২৯ হাজার টাকার, আইপিডিসির ৫ লাখ ৭৪ হাজার টাকার, যমুনা অয়েলের ২ কোটি ৬৩ লাখ টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩২ হাজার টাকার, লাফার্জহোলসিমের ২ কোটি ৫৯ লাখ ৬১ হাজার টাকার, ফার্মা এইডসের ১ কোটি ১১ লাখ ৬২ হাজার টাকার, আরএকে সিরামিকের ৫ লাখ টাকার, রানার অটোর ৫৫ লাখ ২২ হাজার টাকার, সিলকো ফার্মার ৫ লাখ ৪ হাজার টাকার, ইউনিয়ন ক্যাপিটালের ৫ লাখ ৪১ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকার, নিটল ইন্স্যুরেন্সের ২ কোটি ১৭ লাখ ৯৩ হাজার টাকার, পদ্মা অয়েলের ২ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকার এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ৬১ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার